বাংলা সংবাদ মাধ্যম

মাহিলাড়া কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে চায়ের আড্ডা অনুষ্ঠিত

মাহিলাড়া কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে চায়ের আড্ডা অনুষ্ঠিত হয়েছে। ২০ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে দেশের তিনটি স্পটে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের আহ্বায়ক ফয়সাল বিন ফরিদ ও সদস্য সচিব বায়জিদ আহমেদ এর নির্দেশনায় কমিটির সকলের প্রচেষ্টায় এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

রাজধানীর ঢাকায় রবীন্দ্র সরোবর, ধানমন্ডি লেকে সাকিবুল ইসলাম নির্জন, রায়হান সিকদার ও জাহিদ হাসান, বরিশাল বেলস পার্কে সমীর কর্মকার, আসাদুজ্জামান প্রিন্স ও মাহিলাড়া কলেজে ফখরুল ইসলাম তানভীর, জাহাঙ্গীর নিন্টু, তরিকুল ইসলাম ও জহিরুল ইসলাম এর নেতৃত্বে চায়ের আড্ডায় কলেজের সাবেক ও বর্তমান ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানগুলোয় সংগঠনকে সামনে এগিয়ে নিতে সাবেক ছাত্র ছাত্রীরা বক্তব্য রাখেন। তিনটি স্পটের আলোচনায় মাহিলাড়া কলেজের ইতিহাস, মাহিলাড়া কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ইতিহাস, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বার্তা, কি বা কেনো এই অ্যালামনাই অ্যাসোসিয়েশন, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বর্তমান ও ভবিষ্যৎ করণীয়সহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।

রাজধানীর ধানমন্ডিতে রবীন্দ্র সরোবরে অনুষ্ঠিত চা আড্ডায় সংক্ষিপ্ত বক্তব্যে কলেজের ২০০৫ ব্যাচের মেধাবী ছাত্র কাইয়ুম হোসেন বলেন, বিচ্ছিন্ন ভাবে থাকলে কোন শক্তি তৈরি হয় না, ঐক্যের শক্তি সব থেকে বড় শক্তি। এই শক্তি দিয়ে অনেক জটিল কাজ সহজে করা যায়। তিনি কলেজের সকল ছাত্র ছাত্রীদের এই সংগঠনের সাথে যুক্ত হওয়ার অনুরোধ করেন। ঢাকায় সাকিবুল ইসলাম নির্জন, রায়হান সিকদার, জাহিদ হাসান, রাতিক, বরিশালে সমীর কর্মকার, আসাদুজ্জামান প্রিন্স ও মাহিলাড়া কলেজে ফখরুল ইসলাম তানভীর, জাহাঙ্গীর নিন্টু, তরিকুল ইসলাম, জহিরুল ইসলাম সহ অন্যান্য বক্তারা বক্তব্য রাখেন।

সংগঠনের আহ্বায়ক ফয়সাল বিন ফরিদ বলেন, আগামীতে মাহিলাড়া কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন হবে দক্ষিণ অঞ্চলের একটি অনুকরণীয় সংগঠন। কলেজ এবং ছাত্র-ছাত্রীদের উন্নয়নে, আপদ বিপদে এই সংগঠন পাশে থাকবে বলে তিনি অঙ্গীকার করেন।

Leave A Reply

Your email address will not be published.