বাংলা সংবাদ মাধ্যম

এবার বরিশালের মুলাদীর নাজিরপুরে বিয়ের কাজির নামেও দুর্নীতির অভিযোগ

স্টাফ রিপোর্ট:

বরিশালের মুলাদী থানার নাজিরপুর ইউনিয়ন এর কাজী মো: শহিদুল ইসলাম (পারভেজ কাজী) এর নামে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।

কাবিননামা প্রদান, বাল্যবিবাহ দিয়ে অতিরিক্ত টাকা আদায় এবং ম্যারেজ সার্টিফিকেট প্রদানের নামে হাতিয়ে নিয়েছেন হাজার হাজার টাকা। ভুক্তভোগী জানান, ৪০০০ টাকা দিয়ে জার্মান প্রবাসীর ম্যারেজ সার্টিফিকেট গ্রহণ করেন। সেই সার্টিফিকেটে ইচ্ছাকৃত ভুল করিয়ে দেন, নতুন আর একটা কপি চাওয়া হলে সে আবার বড় অংকের টাকা দাবি করেন। টাকা প্রদানের পর সার্টিফিকেট প্রদানে তালবাহানা শুরু করে।

জার্মান প্রবাসীর স্ত্রীর জার্মানী যেতে এই ম্যারেজ সার্টিফিকেট প্রয়োজন। স্থানীয়দের অনেকের সাথে এই বিষয় আলাপ করলে জানা যায়, সে আগেও অনেকের সাথে এরকম ঘটনা ঘটিয়েছে এবং অনেক টাকা হাতিয়ে নিয়েছেন। বিশেষ করে প্রবাসীদের কাছ থেকে মোটা অংকের টাকা নেন। সেবা নিতে আসা মানুষের সাথে খারাপ আচরণ করেন। তার বাসায় গেলে সে বিভিন্ন কথা বলে মানুষকে অপমান ও তুচ্ছ তাচ্ছিল্য করে। বিদেশের কাবিনের কথা শুনলে ৪/৫ হাজার থেকে ৩০০০০ টাকাও নেয়। তার এই দুর্নীতির প্রমাণ এলাকার অনেকের কাছেই আছে।

তার জন্য নাজিরপুরে সবাই এই সেবার উপর অতিষ্ট। তাই অতি দ্রুত এই কাজীর বিরুদ্ধে এসব অনৈতিক কাজের তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

এ বিষয়ে কাজী মো: শহিদুল ইসলাম (পারভেজ কাজী) কাছে জিজ্ঞাসা করা হলে অভিযোগের বিষয়ে অস্বীকার করেন। কিন্তু ভুক্তভোগীর কাছে অভিযোগ প্রমাণের যথেষ্ট তথ্য রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.