বাংলা সংবাদ মাধ্যম

রিক্রুটিং এজেন্সিজ ঐক্য পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী ও বার্ষিক পিকনিক ২০২৪ অনুষ্ঠিত

কাইয়ুম হোসেনঃ

কোরআন তেলাওয়াত, গীতা পাঠ, গজল, গান কবিতা কৌতুক,ক্রিকেট ফুটবল,চেয়ারসিটিং, বালিশবদল ক্রিয়া অনুষ্ঠানসহ ব্যাপক আনন্দ উল্লাস ও জমকালো আয়োজনের মাধ্য দিয়ে রিক্রুটিং এজেন্সিজ ঐক্য পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী ও বার্ষিক পিকনিক ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
১৬ই ফেব্রুয়ারি ২০২৪ শুক্রবার নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ থানার ৩০০ ফিট,পুর্বাচলের সী-সেল পার্ক এন্ড রিসোর্ট এ দিন ব্যাপি এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকাল ৭ ঘটিকায় রাজধানীর নয়াপল্টন চায়না টাওয়ার থেকে যাত্রা শুরু করে সংগঠনের আমান্ত্রিত অতিথিগন। অতিথিরা পিকনিস্পটে পৌছালে সংগঠনের শীর্ষপর্যায়ের নেতৃবৃন্দ তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং সম্মাননা স্মারক প্রদান করেন।


সকাল ৯ ঘটিকা বাজতে না বাজতেই আমান্ত্রিত অতিথিগনের গল্প আর আড্ডায় পরিপূর্ন হয়ে ওঠে পিকনিক স্পট। সৃষ্টি হয় এক আনন্দঘন পরিবেশ । একদিকে চলছে সকালের নাস্তা গ্রহন। অন্যদিকে কেউ কেউ মনের আনন্দে বিভিন্ন এঙ্গেলে আর বিভিন্ন ভঙ্গিতে ছবি তুলছেন । ধারন করে রাখছেন স্মৃতির পাতায়। সকালের নাস্তার মেনু ছিল গরুর মাংস দিয়ে ভুনা খিচুরি। আহা! সেকি স্বাধ? এত স্বাধের গোপন রহস্য নিশ্চয়ই টিপুভায়ের নিখুত নেতৃত্ব।

মাঠের আরেক পাশে দিনব্যাপী চলতে থাকে চা কফির আড্ডা, অসাধারন লেবুর শরবত ও রয়েল এইড হস্পিটাল লিঃ এর সৌজন্যে জরুরী চিকিৎসা সেবা। সকাল ১১ ঘটিকায় শুরু হয় কোরআন তেলাওয়াত গীতাপাঠ, গজল, গান ও কবিতা প্রতিযোগীতা। একই সাথে মাঠে চলতে থাকে বাচ্চাদের দৌড় প্রতিযোগীতাসহ মেয়েদের চেয়ার সিটিং, ভাবিদের বালিশবদল,পুরুষদের ক্রিকেট ও ফুটবলসহ অন্যান্য ক্রিয়া অনুষ্ঠান।


ক্রিয়া অনুষ্ঠান শেষে শুরু হয় দুপুরের খাবার গ্রহন। দুপুরের খাবার গ্রহণ শেষে একটু ঘোরাঘুরির পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। মন মাতানো শিল্পীদের গানের তালে তালে আনন্দ করছিলেন আগত ছোট বড় সকলেই। ছোট সোনামণিদের গানের তালে তালে নৃত্য করার দৃশ্যটি সকলের মন কেড়েছিল। এরপর শুরু হয় পুরস্কার বিতরণের পালা।

শুরুতে ছোট সোনামণিদের হাতে পুরস্কার বিতরণ করেন রিক্রুটিং এজেন্সিজ ঐক্য পরিষদের সভাপতি এম টিপু সুলতান ও সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। সংগঠনের বিভিন্ন স্তরে বিশেষ ভূমিকা রাখায় সফল ব্যক্তিদের হাতেও সম্মাননা তুলে দেওয়া হয়।


সব শেষে অনুষ্ঠিত হয় রেফেল ড্র। বায়ান্নোর ভাষা আন্দোলনকে মাথায় রেখে র‌্যাফেল ড্রতে মোট ৫২ টি পুরস্কার রাখা হয়। যার মধ্যে প্রথম পুরস্কার ছিল সানলাইট ডায়াগনস্টিক সেন্টারের সৌজন্যে ১১০ সিসির একটি ডিসকভার মোটরসাইকেল, দ্বিতীয় পুরস্কার ছিল সাইমন গ্রুপের সৌজন্যে 5স্টার হোটেলে থাকা খাওয়াসহ ঢাকা কলম্বো ঢাকা ৩ দিন ২রাত যুগল এয়ার টিকেট, তৃতীয় পুরস্কার ছিল এশিয়াটিক রিক্রুটিং এজেন্সি লিঃ আর এল ২৩৯৪ এর সৌজন্যে ঢাকা জেদ্দা ঢাক এয়ার টিকেটসহ মোট ৫২ টি পুরস্কার।

রিক্রুটিং এজেন্সিজ ঐক্য পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী ও পিকনিক ২০২৪ এ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়রার সাবেক সভাপতি ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তি যোদ্ধা বেনজীর আহমেদ এমপি, বায়রার সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ নুর আলী,বায়রার সিনিয়র সহ-সভাপতি রিয়াজ উল ইসলাম, বায়রা মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আলী হায়দার চৌধুরী, সাবেক মহাসচিব মোহাম্মদ রুহুল আমিন স্বপন,

ড্রামস সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাহাদাত হোসেন,রাওব সভাপতি ফখরুল ইসলাম,বায়রার সদস্য লিমা বেগমসহ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ,বায়রার সম্মানিত সদস্যবৃন্দ, আটাব,হাব, টোয়াব এর জেষ্ঠ নেতৃবৃন্দ,সহযোগী সংগঠন সমূহের নেতৃবৃন্দ। পুরো অনুষ্ঠানের সভাপতিত্বে ছিলেন রিক্রুটিং এজেন্সিজ ঐক্য পরিষদের সভাপতি এম টিপু সুলতান, সার্বিক সহযোগিতায় ছিলেন রিক্রুটিং এজেন্সিজ ঐক্য পরিষদের মহাসচিব আরিফুর রহমান, পিকনিক কমিটির আহবায়ক মোস্তাফিজুর রহমান, সদস্য সচিব তাসলিম আলম সেলিমসহ আরো অনেকে। সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে আগামী বছর আবার সবাই একত্রিত হওয়ার আশা ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘটানো হয়।

Leave A Reply

Your email address will not be published.