নরসিংদী, লালবাগ, কেরানীগঞ্জ, নোয়াখালী, রংপুর, কুড়িগ্রাম, মুন্সিগঞ্জ, ফরিদপুর, গাজীপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ ও শেরপুর সহ বিভিন্ন জেলায় হেজবুত তওহীদের নারী সদস্যদের উপর ধর্মব্যবসায়ী গোষ্ঠী ও তাদের অন্ধ অনুসারী কর্তৃক হামলা, নির্যাতনের প্রতিবাদ এবং এর বিচার দাবি করে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১২ই মে রবিবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করে হেযবুত তওহীদের নারী বিভাগ এর সদস্যরা ।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়। এতে হেযবুত তওহীদের হাজার হাজার নারী অংশগ্রহণ করেন।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে পল্টন মোড় হয়ে আবার প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।
মানববন্ধনে মূল বক্তব্য পেশ করেন হেযবুত তওহীদের নারী বিষয়ক সম্পাদক এবং দৈনিক দেশের পথের সম্পাদক রুফায়েদা পন্নি।
এছাড়া নারী বিভাগসহ ও সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। মানববন্ধনে বক্তারা চার দফা দাবি তুলে ধরেন।
১.নারীকর্মীদের উপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে
২. যারা হেযবুত তাওহীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাচার করেছে ও বেআইনি হুমকি দিচ্ছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে
৩.ধর্মীয় সমাবেশে নারী বিদ্বেষী বক্তব্য ও অপপ্রচার বন্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে
৪. হেযবুত তওহিদের দলীয় আদর্শ সংবলিত হ্যান্ড বিল বিতরণকালে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে