বাংলা সংবাদ মাধ্যম

হঠাৎ ডিবি কার্যালয়ে নিপুণ

দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৫ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন। আগামী ১৯ এপ্রিল নির্বাচনী মাঠে মুখোমুখি হতে যাচ্ছেন শিল্পীরা। নির্বাচনের আগে এবার ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে গেলেন চিত্রনায়িকা নিপুণ।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) অভিনেত্রী ডিবি কার্যালয়ে ফুল হাতে নিয়ে ডিআইজি হারুন অর রশিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। নিপুণের সঙ্গে বেশ কয়েকটি ছবি হারুন ওর রশিদ তার ফেসবুক পেইজে শেয়ার করেছেন।

এ সময় তিনি লিখেছেন, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী ঢাকাইয়া সিনেমার নায়িকা নিপুন আক্তার বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) ডিবি কার্যালয় আমার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন।

চলচ্চিত্র সংশ্লিষ্ট কেউ কেউ মনে করছেন, আসন্ন এপ্রিলে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। একারণেই অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ রাখছেন নিপুণ। আবার অনেকেই মনে করছেন কিছুদিন আগে জায়েদ খানের মন্তব্যকে ঘিরেই ডিবি কার্যালয় গিয়েছেন নিপুণ।

 

Leave A Reply

Your email address will not be published.