স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার পর পুলিশে ফোন
ঝালকাঠির রাজাপুরে ঘুমের ঔষধ খাইয়ে হাত-পা বেঁধে স্বামীকে হত্যা করেছেন এক নারী। হত্যার পর জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন করে নিজেই পুলিশে খবর দেন তিনি।
রোববার (১২ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার মধ্য পুটিয়াখালি গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত আউয়াল তালুকদার পেশায় একজন অটোরিকশা চালক। তিনি ওই গ্রামের মৃত আব্দুর রহমান তালুকদারের ছেলে। আটক সাপিয়া বেগম শরিয়তপুরের নুরিয়া উপজেলার মৃত নজরুল ইসলাম মুন্সি মেয়ে।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি সাপিয়া বেগমের স্বীকারোক্তির উদ্ধৃতি দিয়ে জানান, কাউকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করা ও প্রথম স্ত্রীর চার কাঠা জমি দ্বিতীয় স্ত্রীর নামে লিখে দেয়াসহ নানা অভিযোগে এই দম্পতির মধ্যে দাম্পত্য কলহ চলছিল। এছাড়া খুঁটিনাটি বিষয় নিয়ে প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে মারামারি হতো।
রোববার রাত ১০টার দিকেও ছাগলের গাছ খাওয়া নিয়ে সাপিয়াকে মারধর করেন আউয়াল। এর জেরে এ হত্যার ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করছে পুলিশ।
পুলিশের এই কর্মকর্তা জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় নিহতের ভাই আবুল হোসেন তালুকদার বাদি হয়ে সাপিয়ার নামে মামলার প্রস্তুতি নিচ্ছেন।