বাংলা সংবাদ মাধ্যম

সি এন্ড এফ এজেন্টস গণতান্ত্রিক ফোরাম ঢাকা কর্তৃক আয়োজিত ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

সি এন্ড এফ এজেন্টস গণতান্ত্রিক ফোরাম ঢাকা কর্তৃক আয়োজিত ঈদ পুনর্মিলনী, মতবিনিময় সভা, সংগীতানুষ্ঠান ও নৈশ ভোজ অনুষ্ঠিত হয়েছে।  

রোববার (২১ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর মহাখালী সেনা উল্লাস কনভেনশন হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ঢাকা কাস্টমস অ্যাসোসিয়েশনের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব লোকমান হাকিম।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ খায়রুল বাশার, সিনিয়র সহ-সভাপতি শেখ মোঃ মোখলেসুর রহমান লাভলু, সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম খান।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নির্বাহী সদস্য আমানুল্লাহ সবুজ, প্রশিক্ষণ ,  তথ্য ও গবেষণা সম্পাদক, এম এ আলম, আইন সম্পাদক মোঃ দুলাল হোসেন, বন্দর সম্পাদক মোঃ বজলুর রহমান রানা, কাস্টমস সম্পাদক মোঃ বেলায়েত হোসেন, মোঃ মনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন দিলু , যুগ্ম দপ্তর সম্পাদক মোঃ খায়রুল আলম ভূঁইয়া মিঠু, অর্থ সম্পাদক মোঃ নজরুল ইসলাম সহ ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্যবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, বর্তমান নির্বাচিত কমিটি সংগঠনের যতগুলো উন্নয়ন করেছে তা বিগত ৫০ বছরেও হয়নি, তাই বক্তারা ঢাকা কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশন এর আগামী নির্বাচনে সি এন্ড এফ এজেন্টস গণতান্ত্রিক ফোরামের পূর্ণ প্যানেলকে আবারও বিজয়ী করার অনুরোধ করেন।

সবশেষে, নৈশব ভোজের পরে সংগঠনের সদস্যরা মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

এ সময় গানের তালে তালে অনুষ্ঠানটি এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয় ।

Leave A Reply

Your email address will not be published.