নিজস্ব প্রতিবেদক:
দেশে কর্মরত সাংবাদিকদের কল্যাণার্থেই জন্যই বাংলাদেশ সাংবাদিক জোট ফাউন্ডেশনের প্রতিষ্ঠা করা হয়েছে এর প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. মশিউর রহমান। ফাউন্ডেশনটি সাংবাদিকদের আর্থিক স্বচ্ছলতা, বিনামূল্যে চিকিৎসা সেবা, সামাজিক মর্যাদা বৃদ্ধিসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে বলেও জানান তিনি।
গতকাল জয়যাত্রা টেলিভিশনে দেওয়া এক সাক্ষাতকারে এসব কথা বলেন তিনি। সাক্ষাতকারে তিনি বাংলাদেশ সাংবাদিক জোট ফাউন্ডেশনের লক্ষ্যউদ্দেশ্য ও আগামী একবছরের পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে তুলে ধরেন।