রিপোর্টঃ কাইয়ুম হোসেনঃ সরকারকে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করার আহ্বান জানিয়েছেন কাজী জাফরের অনুসারী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী মোহাম্মদ নাহিদ। ২৩ শে মার্চ রবিবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত মেট্রো লাউঞ্জ রেস্তরায় জাতীয় ছাত্র সমাজ কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় ছাত্র সমাজের সভাপতি কাজী ফয়েজ আহম্মেদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী এবং কাজী জাফর অনুসারী জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কাজী জাফর অনুসারী জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আহসান হাবিব লিংকন, প্রেসিডিয়াম সদস্য কাজী মোহাম্মদ নাহিদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী , কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এছাড়াও জাতীয় ছাত্র সমাজ এর কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।