বাংলা সংবাদ মাধ্যম

সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে মনোনয়নপ্রাপ্তদের নাম জানানো হয়।

ক্ষমতাসীন আওয়ামী লীগের হয়ে সংরক্ষিত সংসদ সদস্য হতে যাচ্ছেন পঞ্চগড়ের রেজিয়া ইসলাম, ঠাকুরগাঁওয়ের দ্রৌপদি বেবি আগরওয়াল, নীলফামারীর আসিকা সুলতানা, জয়পুরহাটের ডা. রোকেয়া সুলতানা, নাটোরের সোহেলি কুদ্দুস, চাঁপাইনবাবগঞ্জের জারা জেবিন মাহমুদ, খুলনার রুনু রেজা, ঝালকাঠির ফরিদা আক্তার বানু, বরগুনার ফারজানা, ভোলার খালেদা বানু, পটুয়াখালীর নাজমুল, ফরিদা, ময়মনসিংহের উম্মে ফারজানা, নেত্রকোনার নাদিয়া বিনতে আমিন, জয়পুরহাটের মলি, ঝিনাইদহের কল্পনা, কুমিল্লার অ্যারোমা দত্ত, সাতক্ষীরার লায়লা, খুলনার মুন্নুজান সুফিয়ান, গোপালগঞ্জের বোয়া আহমেদ, ঢাকার শবনম জাহান, ঢাকার পারুল আক্তার, বরিশালের শাম্মী আহমেদ, ঢাকার নাহিদ, বরিশালের ফজিলাতুন্নেছা, লক্ষ্মীপুরের অনিমা, শেখ আনারকলি, নরসিংদীর মাসুদা সিদ্দিক, গাজীপুরের মেহের আফরোজ, ঢাকার হাসিনা বারি, লক্ষ্মীপুরের ফরিদুন্নাহার লাইলী, নোয়াখালীর কানন আরা বেগম, নোয়াখালীর ফারিয়া খানম, চট্টগ্রামের দিলারা, চট্টগ্রামের ওয়াশিকা সিদ্দিক আয়েশা, ঢাকার সানজিদা খানম এবং রংপুরের নাসিমা জামান ববি।

সংরক্ষিত আসনে মনোনয়ন চূড়ান্তের পর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে ১৮ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনে রিটার্নিং কর্মকর্তার কাছে চূড়ান্ত প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়া হবে।

দলটির চূড়ান্ত প্রার্থী তালিকায় গণতন্ত্রী পার্টির একজন রয়েছে। এ প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, ১৪ দলের অনুরোধে গণতন্ত্রী পার্টি থেকে কানন আরা বেগমকে (নোয়াখালী) বিবেচনা করা হয়েছে।

প্রসঙ্গত, এবারের সংসদে আওয়ামী লীগের মনোনয়নে সংরক্ষিত এমপি হতে চেয়েছিলেন ১ হাজার ৫৪৯ নারী। প্রার্থী চূড়ান্ত করতে তাদের সঙ্গে আজ সকালে সাক্ষাৎকারে বসেন আওয়ামী লীগ সভাপতি ও প্রদানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে এই সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা থেকে মনোনয়নপ্রত্যাশীরা গণভবনে প্রবেশ করতে থাকেন। দলটি সমর্থনে সংরক্ষিত এমপি হওয়ার সুযোগ পাচ্ছেন ৪৮ নারী।

Leave A Reply

Your email address will not be published.