শ্যামনগরে লাইসেন্স বিহীন ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন
রনজিৎ বর্মন, শ্যামনগর(সাতক্ষীরা)
ফিটনেসবিহীন অবৈধ ঘাতক ডাম্পার ও ঘনবসতিপূর্ণ লোকালয়ে লাইসেন্সবিহীন অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে সাতক্ষীরার শ্যামনগর সাংবাদিক ঐক্যের আহবানে ১৫ মার্চ(বুধবার) সকাল ১১টায় শ্যামনগর মাইক্রোস্ট্যান্ডে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জিএম আকবর কবীরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ৭১ টিভি সাতক্ষীরা জেলা প্রতিনিধি বরুণ ব্যানার্জি, শ্যামনগর প্রেসক্লাবের সাধারন সম্পাদক জাহিদ সুমন, সাবেক সাধারণ সম্পাদক আনিছুজ্জামান সুমন, সাবেক সাধারণ সম্পাদক এস কে সিরাজ, শ্যামনগর রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিঠু, অনলাইন নিউজ ক্লাবের সহ—সভাপতি ফরিদ উদ্দিন, সুন্দরবন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন, উপকুলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, শরুথ ইয়ুথ টিম পরিচালক এস এম জান্নাতুল নাঈম প্রমুখ। বক্তাগণ অনতিবিলম্বে ফিটনেস বিহিন ঘাতক ডাম্পার গাড়ী চলাচল বন্ধ সহ লাইসেন্স বিহীন ঘন জনবসতি এবং শিক্ষা প্রতিষ্ঠান এলাকায় পরিবেশ বিনষ্টকারী ইটভাটা বন্ধের দাবি জানান।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার ও শ্যামনগর থানার অফিসার ইনচার্জ এর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করা হয়।