ফলাফল বাতিল করে চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন নির্বাচন দাবি করে হাইকোর্টে রিট করেছেন পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তার। সেই সাথে বর্তমান কমিটির দায়িত্ব পালনের ওপর নিষেধাজ্ঞা চাওয়ার পাশাপাশি নির্বাচনের অনিয়ম তদন্তের নির্দেশনাও চাওয়া হয়েছে।
বুধবার (১৫ মে) সকালে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চে নিপুণের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট পলাশ চন্দ্র রায় রিট আবেদনটি করেন।
এর আগে, গত ২০ এপ্রিল চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২০২৬ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ২৬৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন মিশা সওদাগর। সাধারণ সম্পাদক পদে ২২৫ ভোট পেয়ে জয়ী হন মনোয়ার হোসেন ডিপজল। এছাড়া, কার্যনির্বাহী সদস্য পদে মিশা-ডিপজল পরিষদ থেকে নির্বাচিত হন ৯ জন এবং কলি-নিপুণ পরিষদ থেকে রিয়ানা পারভিন পলি ২২০ ভোটে এবং সানি রহমান ২৩০ ভোটে নির্বাচিত হন।