বাংলা সংবাদ মাধ্যম

রাজনীতি বড়ই জটিল কাজ-জামায়াতের আমির

রিপোর্টঃ কাইয়ুম হোসেনঃ ‘রাজনীতি বড়ই জটিল কাজ। এখানে মাথা ঠিক রেখে চলতে হবে। এখানে লোভ লালসা, ভয়, আতঙ্ক অনেক কিছু তোমাদের ছুড়ে দেওয়া হবে। এই জায়গায় যারা স্থির থাকতে পারবে, আশা করা যায়, তারা ভালো কিছু দিতে পারবে। আর এখানে যারা হেরে যাবে, তারা নিজেরা হেরে যাবে এবং জাতিকে হারিয়ে দেবে। আমরা দোয়া করি যুবকরা যেন কোনো অবস্থায় পথ না হারায়। তারা ভালো থাকলে আমরা ভালো থাকবো।’

রোববার ১৭ই মার্চ বিকেলে রাজধানীর পুরানা পল্টনের ফারস হোটেলে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির উদ্যোগে ‘রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার পার্টি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

জামায়াত আমির সবাইকে আহ্বান জানিয়ে বলেন, আসুন মুখের কথায় নয়, বুকের ভাষায় সত্যিকার অর্থে বাংলাদেশকে ভালোবাসি। যদি বাংলাদেশকে ভালবাসা দিতে পারি, তাহলে অবশ্যই দেশ তার সঠিক পথ ফিরে পাবে।

 

আয়োজক দলের চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম আনোয়ারুল ইসলাম চানের সভাপতিত্বে ও দলের জেনারেল সেক্রেটারি নিজামুল হক নাঈমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, আম জনতা পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান, ১২ দলের সমন্বয়ক এড. এহসানুল হুদা, ইসলামী আন্দোলন বাংলাদেশের এসিস্ট্যান্ট সেক্রেটার আহমদ আব্দুল কাইয়ুম, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা, মোস্তাফিজুর রহমান ইরান, এবি পার্টির এবিএম নাজমুল, গণ অধিকার পরিষদের মোহাম্মদ মশিউর রহমান, জাতীয় গণতান্ত্রিক পার্টির সহ-সভাপতি রাশেদ প্রধান, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আব্দুল লতিফ মাসুম প্রমুখ।

এ ছাড়া ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, বাংলাদেশ ফেডারেশন সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি শাহীনুর রহমান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশিদ আলম, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন প্রমুখ।

 

ইফতার মাহফিলে দেশজাতির কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন বিজয়নগর বাইতুন নূর জামে মসজিদের খতিব মুফতি আবুল হাসান কাসেমী।

Leave A Reply

Your email address will not be published.