বাংলা সংবাদ মাধ্যম

রাজধানীতে মাহিলাড়া কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

রিপোর্টঃ কাইয়ুম হোসেনঃ মাহিলাড়া কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম পুনর্মিলনী উদযাপন-২০২৫ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে । এর আগে  কয়েক ধাপে (অনলাইন ও সরাসরি) মিটিংয়ে পুনর্মিলনীর বিষয়ে সদস্যদের মতামত গ্রহণ করা হয় এবং ৩রা জানুয়ারি ২০২৫ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ঢাকাস্থ অ্যালামনাই সদস্যদের নিয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভা সঞ্চালনায় ছিলেন মাহিলাড়া কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য ঢাকা জজ কোর্টের এপিপি এডভোকেট মোঃ নাসির উদ্দিন।

সভায় আগামী ৭ ফেব্রুয়ারি শুক্রবার মাহিলাড়া কলেজ প্রাঙ্গনে মাহিলাড়া কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী উদযাপনের প্রস্তাব করা হয় এবং অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক হিসেবে অ্যালামনাই সদস্য, অত্র কলেজের শিক্ষক মিজানুর রহমান এবং সদস্য সচিব হিসেবে অ্যালামনাই সদস্য ঢাকা জজ কোর্টের এপিপি এড. মোঃ নাসির উদ্দিনকে প্রস্তাব করা হয়।

এছাড়াও অনুষ্ঠান উদযাপনের বিভিন্ন দিক নিয়ে সদস্যদের মধ্যে মতবিনিময় করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অত্র কলেজের এইচএসসি, ডিগ্রি ও অনার্স বিভিন্ন ব্যাচের ছাত্র ছাত্রীরা। তাদের মধ্যে উল্লেখযোগ্য ২০০১ ব্যাচের ছাত্র এইচ এম পারভেজ এবং মোঃ রিয়াজুল ইসলাম , ২০০৩ ব্যাচের ছাত্র মোঃ শওকত হোসেন, মোঃ মাজহারুল আলম মাহি, সোহেব হোসেন, ২০০৫ ব্যাচের ছাত্র সাংবাদিক মোঃ কাইয়ুম হোসেন, ২০১৩ ব্যাচের মোঃ শাহাদাত হোসেন, ২০১৫ ব্যাচের ছাত্র মোঃ সাইফুল আলম নীরব, মোঃ সাইফুল মৃধা, ২০১৭ ব্যাচের ছাত্র মোঃ আসলাম খান, ২০১৮ ছাত্র শিকদার মিনহাজুল ইসলাম, সাব্বির আহমেদ অনিক, ফখরুল আবেদিন তানভীর, ২০২২ ব্যাচের ছাত্র মোঃ রায়হান শিকদার, ২৩ ব্যাচের ছাত্র শাকিব মৃধা সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। উল্লেখ্য ২০২৪ সালের ১৭ জুন ফয়সাল বিন ফরিদ সর্বপ্রথম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগ গ্রহণ করেন। পরবর্তীতে ৮ আগস্ট ২০২৪ মাহিলাড়া কলেজে শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ ঘটে এবং ৩০ অক্টোবর ২০২৪ কলেজ অধ্যক্ষ মাহিলাড়া কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অনুমোদন দেন।

 

Leave A Reply

Your email address will not be published.