যুক্তরাষ্ট্রে তিন দিনের ব্যবধানে বন্ধ দুই ব্যাংক
যুক্তরাষ্ট্রে মাত্র তিন দিনের ব্যবধানে বন্ধ হলো দুটি ব্যাংক। মার্কিন ব্যাংকিং ইতিহাসে এটি তৃতীয় বৃহত্তম ব্যর্থতার ঘটনা।
স্থানীয় সময় রোববার (১২ মার্চ) নিউ ইয়র্কভিত্তিক সিগনেচার ব্যাংক বন্ধ ঘোষণা করা হয়। এর দুই দিন আগে কর্তৃপক্ষ বন্ধ করে দেয় সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিবি)। খবর রয়টার্সের।
এক যৌথ বিবৃতিতে মার্কিন অর্থ মন্ত্রণালয় ও ব্যাংক নিয়ন্ত্রক কর্তৃপক্ষ জানিয়েছে, দুটি ব্যাংকের আমানতকারীদের পুরো অর্থ ফেরত দেওয়া হবে। মার্কিন ফেডারেল ডিপোজিট ইনস্যুরেন্স করপোরেশন জানিয়েছে, ব্যাংকগুলো যেন সঞ্চয়কারীদের অর্থ উত্তোলনসহ যাবতীয় সব প্রয়োজন মেটাতে পারে, সেজন্য তাদের বাড়তি অর্থ দেওয়া হবে।