বাংলা সংবাদ মাধ্যম

যারা অধিকার কেড়ে নিয়েছে, তাদের বিরুদ্ধে লড়াই চলবে: মান্না

যারা মানুষের অধিকার কেড়ে নিয়েছে, তাদের বিরুদ্ধে লড়াই চলবে বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোমবার (১৮ নভেম্বর) সকালে প্রেসক্লাবে গণতন্ত্র মঞ্চের কর্মসূচিতে এ কথা জানান তিনি।

ওবায়দুল কাদেরের সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে মাহমুদুর রহমান মান্না বলেন, আওয়ামী লীগ সবক্ষেত্রে দুর্নীতি করছে, রেশনিংয়ের দায়িত্ব দিলে তারা সেখানেও দুর্নীতি করবে। দেশের অতিদরিদ্র মানুষকে প্রতি মাসে অন্তত এক হাজার টাকা করে দেয়ার দাবিও জানান নাগরিক ঐক্যের আহ্বায়ক।

এ সময় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, সিন্ডিকেটকে লালন-পালন করে ভাগ নিচ্ছে সরকার। নিত্যপণ্যের দাম কমাতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

Leave A Reply

Your email address will not be published.