বাংলা সংবাদ মাধ্যম

মনের মাধুরি মিশিয়ে কবিতা ও গদ্যর মতো ইতিহাস লেখা হচ্ছে

স্বাধীনতা যুদ্ধের অনেক ইতিহাসকে ইতোমধ্যে বির্তকিত করে ফেলা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম। এ প্রসঙ্গে তিনি বলেছেন, বর্তমানে মনের মাধুরি মিশিয়ে কবিতা ও গদ্য রচনার মতো প্রতিদিন ইতিহাস লেখা হচ্ছে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে স্বাধীনতা দিবস উদযাপন কমিটির এক সভা শেষে তিনি এ মন্তব্য করেন।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধার সংখ্যা ৮০ হাজার ছিল উল্লেখ করে হাফিজ উদ্দিন বলেন, খুব বেশি হলে সেটি এক লাখ ছিল। কিন্তু আজকে আমরা আড়াই লাখ মুক্তিযোদ্ধা দেখতে পাচ্ছি।

মুক্তিযুদ্ধের সূচনা কীভাবে হয়েছে তার সম্পূর্কেও জনগণকে ধোঁয়াশার মধ্যে রাখা হয়েছে বলে মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগ এই ইতিহাস বিকৃত করার জন্য দায়ী।

এছাড়া, বর্তমানে শিশুদের সামনে জিয়াউর রহমানকে পাকিস্তানের এজেন্ট হিসেবে উপস্থাপনা করা হচ্ছে বলেও অভিযোগ করেন মেজর হাফিজ।

Leave A Reply

Your email address will not be published.