বাংলা সংবাদ মাধ্যম

ভোলায় বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৪ 

ভোলায় যাত্রীবাহী বাস ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীসহ ৪ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ মার্চ) সকাল ৯টায় জেলার বোরহানউদ্দিন উপজেলায় ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কয়সর মাতাব্বরের মেয়ে রিমা (১৭), একই এলাকার জাহাঙ্গীরের মেয়ে শিখা (১৭) ও একই এলাকার বাসিন্দা মো. কালাম (৫৫)।

জানা গেছে, নিহতরা দৌলতখান উপজেলার মধ্য জয়নগর এলাকা থেকে অটোরিকশায় করে বাংলা বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় বাংলাবাজারের দক্ষিণ পাশে অতোরদ্দি এলাকায় এলে বিপরীত দিক থেকে একটি বাস অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

বোরহানউদ্দিন থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মনজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave A Reply

Your email address will not be published.