ষ্টাফ রিপোর্টঃ
সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা মাসুদ খান তার মায়ের ভুল চিকিৎসায় জড়িত অভিযুক্তের দৃষ্টান্ত মুলক শাস্তি দাবী করেছেন। তিনি জানান, চিকিৎসক না হয়েও ভুয়া ডাক্তার. ফার্মেসীর মালিক দিয়েছেন জটিল রোগের চিকিৎসা। আর তাতে পা হারিয়ে পঙ্গু হয়েছেন রহিমা বেগম (৭০) গত ২৫ ডিসেম্বর ২০২২, গঘটনাটি ঘটে কিশোরগঞ্জ সদর উপজেলার কর্শা করিয়াইল ইউনিয়নে। ফার্মেসি মালিক ভুয়া ডা: সুখা রঞ্জনকে গ্রেফতার করে পুলিশ । ২২(২)২৮(৩) ও ৩২৮/৩৩৬ দ:বি: ধারায় কিশোরগঞ্জ মডেল থানায় (মামলা নং ৪৫)তারিখ ৩০/০৩/২০২৩ মামলা করা হয়।
সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা আসামীর নিকট হতে ২২,০৯, ২০২৪, দুপুর ১১.৪৫ মিনিটে কিশোরগঞ্জ আদালতের সিড়িতে ঘুষ নেওয়ার দৃশ্য সিসি ফুটেজে দেখা যায়। উৎকোচ গ্রহন করে তদন্তকে প্রভাবিত করে ০৩ জন ভুয়া সাক্ষী সাক্ষী উপস্থাপন করে আসামীকে নির্দোষ প্রমান করার অপচেষ্টা করছেন।
মাসুদ খান, উক্ত মামলার তদন্ত কর্মকর্তা, ভুয়া সাক্ষী ও দোষী ভুয়া ডা: সুখা রঞ্জন শাস্তির আওতায় আনার জন্য বর্তমান অন্তর্বর্তী সরকারের নিকট জোড় দাবী জানিয়েছেন।