বাংলা সংবাদ মাধ্যম

বিভিন্ন সেক্টরে সিন্ডিকেট ভাংলেও হাবে বহাল

স্টাফ রিপোর্টঃ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে জালেম সরকার পতনের পরপরই বিভিন্ন সেক্টরে সিন্ডিকেট ধ্বংশ হয়েছে। হাবে এখনো সিন্ডিকেটের সাথে যুক্ত কমিটি বহাল রয়েছে। হাসিনার আর্শিবাদপুষ্ট পলাতক হাব সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম হাবের সভাপতির পদ থেকে অব্যাহতি দিয়েছেন। এর পরে কোনো ক্রমেই বর্তমান অবৈধ কমিটি আগামী ২৮ সেপ্টেম্বর এজিএম করতে পারে না। হাবের বর্তমান কমিটিকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। আগামী ২৮ সেপ্টেম্বর পুলিশ কনভেনশন হলে হাবের কথিত এজিএম প্রতিহত করা হবে। গত ২৪ সেপ্টম্বর মঙ্গলবার রাতে নয়া পল্টনস্থ একটি হোটেলে বৈষম্য বিরোধী হজ এজেন্সীর মালিকবৃন্দের উদ্যোগে বিপর্যয় ও অনিশ্চয়তার মুখে হজ এজেন্সী এবং হজ ব্যবস্থাপনা উত্তরণের উপায় শীর্ষক আলোচনা সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন।

সংগঠনের সভাপতি মো.আখতার উজ্জামানের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোহাম্মদ আলীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাবের সাবেক মহাসচিব এম এ রশিদ শাহ সম্রাট। সভায় আরো বক্তব্য রাখেন, হাবের সাবেক সিনিয়র সহসভাপতি তাজুল ইসলাম দারোগা, ইঞ্জিনিয়ার গোলাম মাহমুদ, হাবের সাবেক নেতা মো.রুহুল আমিন মিন্টু,হাবের সাবেক জনসংযোগ কর্মকর্তা রফিকুল ইসলাম বিক্রমপুরী, মো.নাজিম উদ্দিন, হাবের চট্টগ্রামের নেতা মাহমুদুল হক পেয়ারু,এম এ তাহের, বিএনপি’র ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, বায়রার সাবেক নেতা মোয়াজ্জেম হোসেন, হাবের সাবেক নেতা এ এন এইচ খাদেম দুলাল, জাতীয়তাবাদী ওলামা দলের মহাসচিব অ্যাডভোকেট মো. আবুল হোসেন, সচেতন বায়রার আহবায়ক মো.মোশাররফ হোসেন,আব্দুল মতিন, আকরাম হোসেন, নূরুল আমিন শাহীন, দেলোয়ার হোসেন।

এদিকে, বিগত ২০২১ সাল থেকে দীর্ঘ ৪ বছর হাবে কোনো এজিএম না হওয়ায় আজ বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক (বাণিজ্য সংগঠন) অতিরিক্ত সচিব ড. নাজনীন কাওসারের দপ্তরে হাবের বর্তমান কমিটি বাতিল করে হাবে প্রশাসক নিয়োগের আবেদনের শুনানি শেষে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেয়ার জন্য আজ বৃহস্পতিবার এক দিনে সময় দিয়েছেন হাব কর্তৃপক্ষকে। বৈষম্য বিরোধী হজ এজেন্সীর মালিকবৃন্দের আহবায়ক ও সদস্য সচিবের আবেদনের প্রেক্ষিতে এ শুনানী হয়। আবেদনে হাবের সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিমের অনুপস্থিত এবং তার পদত্যাগ পত্র ভুয়া বলে উল্লেখ করে ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়।

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, হাবের সিনিয়র সহসভাপতি মাওলানা ইয়াকুব শরাফতী, মহাসচিব ফারুক আহমদ সরদার, হাব সচিব এবং বৈষম্য বিরোধী আহবায়ক মো.আখতার উজ্জামান, সদস্য সচিব মোহাম্মদ আলী ও সদস্য মো. নাজিম উদ্দিন। অপর দিকে, হাবের ঢাকা জোনের সদস্য আমিনুল ইসলাম শামীম হাইকোর্টে হাবের এজিএম করার দাবিতে রীট দায়ের করলে আদালত হাবকে ৪০ হাজার টাকা জরিমানা দিয়ে আগামী ২৯ সেপ্টেম্বরের মধ্যে হাবের এজিএম করার নির্দেশনা জারি করেন। ফলে আগামী ২৮ সেপ্টেম্বর পুলিশ কনভেনশন হলে হাবের এজিএম আহবান করলে হাব সদস্যদের মাঝে টানটান উত্তেজনা বিরাজ করছে। বৈষম্য বিরোধী হজ এজেন্সীর মালিকদের আবেদনের বিষয়ে চূড়ান্ত সিন্ধান্ত শিগগিরই জানানো হবে বলে বাণিজ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক (বাণিজ্য সংগঠন অতিরিক্ত সচিব ড. নাজনীন কাওসার জানিয়ে দিয়েছেন।

আগামী ২৮ সেপ্টেম্বর হাবের এজিএম বন্ধের বিষয়ে বাণিজ্য সংগঠন মহাপরিচালক নাজনীন কাওসার বলেছেন, হাবের এজিএম সর্ম্পকে হাইকোর্টের আদেমের বিরুদ্ধে যাওয়ার কোনো এখতিয়ার নেই।

Leave A Reply

Your email address will not be published.