রিপোর্টঃ কাইয়ুম হোসেন,
বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২০ শে আগস্ট মঙ্গলবার বিকেলে, রাজধানীর বেলি রোডের অফিসারস ক্লাবের তৃতীয় তলায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বিজন কান্তি সরকার , সাবেক যুগ্ম সচিব ড.এ কে এম জাহাঙ্গীর, সিনিয়র সচিব এ কে এম এহসানুল হক, মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সাবেক প্রশাসনিক কর্মকর্তা নুরুল ইসলাম, এছাড়াও উপস্থিত ছিলেন, বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের মহাসচিব মোঃ তোয়াহা, যুগ্ম মহাসচিব মোঃ হোসাইন, সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত প্রমুখ।
মত বিনিময় সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদের প্রতি দাঁড়িয়ে নীরবতা পালনের মাধ্যমে সম্মান প্রদর্শন করা হয় এবং যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করেন। এসময় বক্তারা দীর্ঘ সতের বছরে স্বৈরাচার সরকারের নানা নির্যাতনের কথা তুলে ধরেন, দীর্ঘদিন যাবত স্বৈরাচার সরকার তাদের পদোন্নতি বঞ্চিত করে শাসন, শোষণ করে চাকরিচ্যুত করে জীবন ধ্বংস করে দিয়েছে বলে উল্লেখ করেন। প্রধান অতিথির বক্তব্যে আব্দুস সাত্তার, দীর্ঘদিন যাবত অবহেলিত পদবঞ্চিত কর্মকর্তা কর্মচারীদের পদোন্নতির দাবী এবং স্বৈরাচার সরকারের দোসরদের দ্রুত অপসারণের জোর দাবী জানান।তিনি সবাইকে দেশ সংস্কারের জন্য ঐক্যবদ্ধ ভাবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনুসকে সহযোগিতা করার পরামর্শ দেন এবং দুর্নীতি মুক্ত একটি সুন্দর দেশ গঠনের আহ্বান করেন।