বাংলা সংবাদ মাধ্যম

পালিয়ে আসা বিজিপি সদস্যদের ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: পররাষ্ট্রমন্ত্রী

নিজ দেশের অশান্ত পরিস্থিতির কারণে এবার মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে এসেছে দেশটির তিন সেনা সদস্য। ভোরে তুমব্রু সীমান্ত দিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নেয় তারা। বিজিপি সদস্যদের সাথে এই তিন সেনাসদস্যদের নৌপথে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শনিবার (৩০ মার্চ) বঙ্গবন্ধু অ্যাভিনিউতে রংপুর বিভাগের নেতৃবৃন্দের সাথে বৈঠক শেষে এ কথা জানান তিনি।

কয়েক বছর ধরেই অশান্ত পরিস্থিতি মিয়ানমারে। দেশটির সামরিক জান্তার বিরুদ্ধে দুই বছর ধরে সশস্ত্র সংগ্রাহ করে যাচ্ছে অন্তত ১১টি বিদ্রোহী সংগঠন। এরইমধ্যে দখলে নিয়েছে দেশটির বিভিন্ন অঞ্চল। এখন পর্যন্ত বিজিপির মোট ৩৩০ সদস্যকে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বাংলাদেশ।

এ সময় সোমালি জলদস্যু অপহৃত নাবিকদের প্রসঙ্গেও কথা বলেন, ড. হাছান মাহমুদ। তিনি বলেন, তারা সবাই ভালো আছেন। খাবারের কোনো সমস্যা হচ্ছে না। তাদের কেবিনে রাখা হয়েছে। কোনো দুর্ব্যবহার করা হচ্ছে না তাদের সাথে।

Leave A Reply

Your email address will not be published.