বাংলা সংবাদ মাধ্যম

নতুন সরকারের চলার পথ সহজ হবে না: প্রধানমন্ত্রী

নতুন সরকারের চলার পথ সহজ হবে না, নানা বাধা আসবে। তা মোকাবেলা করে এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে গণভবনে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, গোপালগঞ্জ এক সময় উন্নয়নবঞ্চিত ছিল। তবে গত কয়েক বছরে এই অঞ্চলের ব্যপক উন্নতি হয়েছে। এছাড়া, বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের কাজ চলছে। প্রকল্পগুলোর কাজ ঠিকমতো হচ্ছে কি না, তা দেখভাল করতে স্থানীয় জনপ্রতিনিধিদের নির্দেশ দেন তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, নানা ষড়যন্ত্র মোকাবেলা করে সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে। সরকার এখন মানুষের মুখে হাঁসি ফোটাতে কাজ করছে। ভোট দিয়ে পুনরায় নির্বাচিত করায় টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ার মানুষদের ধন্যবাদও জানান তিনি। মতবিনিময় সভায় জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরাও কথা বলেন।

Leave A Reply

Your email address will not be published.