বাংলা সংবাদ মাধ্যম

দারিদ্য থেকে মানুষকে মুক্তি দিতেই সমবায়ে জোর দেয় আ. লীগ: প্রধানমন্ত্রী

দারিদ্য থেকে তৃণমূলের মানুষকে মুক্তি দিতেই প্রথমবার ক্ষমতায় এসে আওয়ামী লীগ সরকার সমবায়ের ওপর জোর দেয়, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (১০ মে) বেলা ১২টার দিকে ‘একটি বাড়ি একটি খামার’ কর্মসূচির আওতায় এক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশের সকল পর্যায়ে সমবায় পদ্ধতি ছড়িয়ে দিতে হবে। জনগণকে সাথে নিয়ে খাদ্য নিশ্চয়তা, আর্থ -সামাজিক উন্নয়ন নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের ফলে জনগণ ঘরে বসে দেশে ও বিদেশে কাজ করার সুযোগ পাচ্ছে।

সরকারপ্রধান জানিয়েছেন, গণভবনে চাষাবাদ শুরু করা হয়েছে। গোপালঞ্জের কোটালিপাড়া ও টুঙ্গিপাড়ার সব অনাবাদী জমিকে উৎপাদনের আওতায় নিয়ে আসা হবে।

Leave A Reply

Your email address will not be published.