আবারও তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন। সকাল থেকেই রোদে ভীষণ উত্তাপ। আজ শুক্রবার (১৭ মে) চলছে আবহাওয়া অফিস জারি করা ৪৮ ঘণ্টার সতর্কবার্তা।
সকাল থেকেই সূর্যের প্রখরতায় অনেক বেশি উত্তাপ অনুভূত হচ্ছে। এই গরমে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ। জীবিকার তাগিদে তাপপ্রবাহের মাঝেও বের হতে হচ্ছে তাদের। রোদে পুড়ে পুড়ে জোগাড় করতে হচ্ছে খাদ্য। নিজের জন্য, পরিবারের জন্যও। তীব্র গরম আর ঘামে নাস্তানাবুদ অবস্থা প্রায় সবার।
বুধবার (১৫ মে) বিকেলে আবহাওয়া অফিস জানায়, রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল এই ৫ বিভাগের ওপর দিয়ে ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
আবহাওয়া অফিস আরও জানায়, জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিকর পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। তবে ১৮ মে থেকে দেশজুড়ে সপ্তাহব্যাপী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও জানানো হয়েছে।