বাংলা সংবাদ মাধ্যম

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম খেলায় শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। বুধবার (১৩ মার্চ) জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে বোলিংয়ে পাঠিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিস। টি-টোয়েন্টি সিরিজ হারের হতাশা ঘুচাতে মরিয়া টাইগাররা জয়ে রাঙিয়ে ওয়ানডে সিরিজ শুরু করতে চায়।

একাদশে ছয় ব্যাটার, দুই স্পিনার এবং তিন পেসার নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। টসের সময় শান্ত জানান, ফিল্ডিং করতে পেরে খুশি তিনি। দিবারাত্রির ম্যাচ হওয়ায় ম্যাচে শিশিরের প্রভাব থাকবে। সেক্ষেত্রে বাংলাদেশের ব্যাটাররা ভালো সুবিধা পাবে বলে মনে করেন টাইগার অধিনায়ক।

প্রায় ৩ মাস পর ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ দল। নেপিয়ারে গত বছর ডিসেম্বরেই সবশেষ ওয়ানডে খেলেছেন ক্রিকেটাররা। সাম্প্রতিক সময়ে ওয়ানডে রেকর্ডটা বেশ খারাপ বাংলাদেশের। ওয়ানডে বিশ্বকাপের আগে ও পড়ে খেলা দুইটি সিরিজই হেরেছে টাইগাররা।

Leave A Reply

Your email address will not be published.