বাংলা সংবাদ মাধ্যম

চেতনা ২৪ এর উদ্যোগে বাড্ডায় শীতবস্ত্র বিতরণ

রিপোর্টঃ কাইয়ুম হোসেনঃ ঐক্য, শান্তি সমৃদ্ধি, এই প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ  সামাজিক সংগঠন “চেতনা ২৪“ এর উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ১২ ই জানুয়ারি রবিবার সকাল ১১ ঘটিকায় রাজধানীর উত্তর বাড্ডার হাজী জয়দর আলী মোড় প্রাঙ্গনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন চেতনা ২৪ এর আহবায়ক প্রফেসর মোঃ ওয়ালীউল হক শাহীন, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠনের সদস্য সচিব, বিশিষ্ট সমাজসেবক হাজী জয়দর আলী, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চেতনা ২৪ এর যুগ্ম আহবায়ক মোঃ খাইরুল আলম, বক্তব্য রাখেন সংগঠনের মহিলা সম্পাদিকা রিনা জয়দর, সংগঠনের যুগ্ম আহ্বায়ক মোঃ হারুন, মোঃ মাহবুব, মোঃ মিন্টু, মোঃ শাহাবুদ্দিন, মোঃ তোফাজ্জল, মোঃ আজাদ, মোঃ বাবুল, মোঃ সালাউদ্দিন, সংগঠনের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ মিজান, মোঃ মঈন, মোঃ বিপ্লব, মোঃ সোহাগ, মোঃ হায়দার সহ আরো অনেকে।

এ সময় সংগঠনের আহ্বায়ক মোঃ ওয়ালিউল হক শাহিন সমাজে বৃত্তবানদের গরিব অসহায় মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ করেন । যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ খায়রুল আলম বলেন বিগত সতেরো বছর আমরা মানুষের পাশে দাঁড়াতে পারিনি, আশা করি সামনের দিনগুলোতে সকলেই পাশে পাবেন।

Leave A Reply

Your email address will not be published.