বাংলা সংবাদ মাধ্যম

গাজায় বিশ্ব খাদ্য সংস্থার ত্রাণের গাড়ি আটকে দিলো ইসরায়েল

গাজায় বিশ্ব খাদ্য সংস্থার ত্রাণের গাড়ি আটকে দিলো ইসরায়েলি বাহিনী। মঙ্গলবার (৫ মার্চ) উত্তর গাজায় প্রবেশ করতে দেয়া হয়নি ডব্লিউএফপির ১৪টি ট্রাক। এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

এক বিবৃতিতে সংস্থাটি জানায়, মঙ্গলবার ওয়ারি গাজা চেকপয়েন্ট দিয়ে ঢুকতে চেষ্টা করে তাদের খাদ্যপণ্যবাহী ট্রাক। তিন ঘণ্টা অপেক্ষার পর ফিরিয়ে দেয়া হয় ত্রাণবহর। পরে, ট্রাকের পেছন পেছন ছুটে যায় ক্ষুধার্ত ফিলিস্তিনিরা।এরপর কাড়াকাড়ি করে নেয় প্রায় দুশ’ ট্ন খাবার। দু’সপ্তাহ পর অঞ্চলটিতে ত্রাণ পাঠালো ডব্লিউএফপি।

বিশৃংখলা, নিরাপত্তাহীনতার জেরে গত ২০ ফেব্রুয়ারি কার্যক্রম স্থগিতের ঘোষণা দিয়েছিল তারা। দুর্ভিক্ষ ঠেকাতে অবিলম্বে স্থলপথে ত্রাণ প্রবেশের সুযোগ দেয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি। গত বৃহস্পতিবার, গাজায় ত্রাণ সংগ্রহকারীদের ওপর বর্বরোচিত হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ওই ঘটনায়, মৃত্যু হয় শতাধিক ফিলিস্তিনির।

Leave A Reply

Your email address will not be published.