ঘরের মাঠে লাৎজিওর বিপক্ষে ৩-০ গোলের সহজ জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। এতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল বাভারিয়ানরা।
প্রথম লেগে ১-০তে হারের তিক্ত অভিজ্ঞতা নিয়ে ঘরের মাঠে ইতালিয়ান ক্লাব লাৎজিওকে আতিথ্য দেয় বায়ার্ন মিউনিখ। আলিয়াঞ্জ অ্যারেনায় এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বাভারিয়ানরা। ৩৮ মিনিটে সংঘবদ্ধ আক্রমণ থেকে বায়ার্নকে এগিয়ে দেন হ্যারি কেইন। প্রথমার্ধের ইনজুরি সময়ে স্কোর লাইন ২-০ করে জার্মান জায়ান্টরা। এবার ডি লিটের ভলি শটে মাথা ছুঁইয়ে স্কোরশিটে নাম তোলেন টমাস মুলার।
দ্বিতীয়ার্ধে খেলতে নেমে বারবার আক্রমণ শানিয়ে অবশেষে ম্যাচের ৬৬ মিনিটে তৃতীয় গোল আদায় করে বায়ার্ন। আবারও স্কোরশিটে নাম তোলেন ইংলিশ গোলমেশিন কেইন। যার ফলে এমবাপ্পের সমান ৬ গোল করে এখন যৌথভাবে আসরের টপ স্কোরার তিনি। দুই লেগ মিলিয়ে ৩-১ গোলে এগিয়ে থেকে শেষ আটে জায়গা করে নেয় বাভারিয়ানরা।