বাংলা সংবাদ মাধ্যম

কারাবন্দি বিএনপি নেতা খোকনের বাসায় মির্জা ফখরুল

গত বছরের অক্টোবর থেকে কারাগারে বন্দি বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। কয়েক দফায় জামিনের আমাদের করলেও আদালত নামঞ্জুর করায় এখনও কারাগারে আছেন এই নেতা। ফলে ঈদকে সামনে রেখে তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে এবং খোঁজ-খবর নিতে গিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

বুধবার (৯ মঙ্গলবার) দুপুরে খিলগাঁওয়ে খায়রুল কবির খোকনের বাসায় যান মির্জা ফখরুল।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, কারাবন্দি বিএনপির নেতা খায়রুল কবির খোকনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও খোঁজ খবর নিতে গিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রসঙ্গত, খায়রুল কবির খোকনের স্ত্রী শিরিন সুলতানা বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক।

Leave A Reply

Your email address will not be published.