কদমতলা পূর্ব বাসাবো স্কুল এন্ড কলেজের সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদের আয়োজনে বৈশাখে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
২০শে এপ্রিল শনিবার বিকেলে রাজধানীর কদমতলা পূর্ব বাসাবো স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সাবেক এবং বর্তমান ছাত্র-ছাত্রীরা উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলেন। বিভিন্ন ধরনের পিঠা চা কফি ফুচকার আড্ডায় মেতে উঠেন কেউ কেউ।
এ সময় সাবেক ও বর্তমান ছাত্র-ছাত্রী এবং শিক্ষক মন্ডলীর উপস্থিতিতে এক মিলন মেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নর্থ ওয়েস্ট পাওয়ার ডেভেলপমেন্ট প্রজেক্ট এর এমডি কাজী আফসার উদ্দিন আহমেদ, কদমতলা পূর্ব বাসাবো স্কুল এন্ড কলেজ এর গভর্নিং বর্ডির সভাপতি ইয়াহিয়া সোহেল, কদমতলা পূর্ব বাসাবো স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ সাইফুল আলম সহ আরো অনেকে।