রিপোর্টঃ কাইয়ুম হোসেনঃ এলিফ্যান্ট রোড কম্পিউটার ব্যবসায়ী কল্যাণ সমিতি (ইসিএস) ২০২৫-২০২৬ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন এর প্রার্থী পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯শে ডিসেম্বর, বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ধানমন্ডির বিসিএস ইনোভেশন সেন্টারে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয় । অনুষ্ঠান পরিচালনায় ছিলেন নির্বাচন কমিশনের তিন সদস্য বিশিষ্ট বোর্ডের সদস্যরা , যার মধ্যে প্রধান নির্বাচন কমিশন মোঃ ইউসুফ আলী শামীম, সদস্য মোঃ শহিদুজ্জামান এবং সদস্য লায়ন এম এস ওয়ালীউল্লাহ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, নির্বাহী সদস্য পদপ্রার্থী এবং হাইটেক টেকনোলোজি বিডি এর স্বত্বাধিকারী মোঃ ফিরোজ আলম মিলন, ফ্রেন্ডস ল্যাপটপ সলিউশন এর সত্তাধিকারী মোঃ শিশির আহমেদ, ফেমাস ভিশন লিমিটেড এর স্বত্বাধিকারী মোঃ নুরুল আবছার, সফট কম ইন্টারন্যাশনাল এর স্বত্বাধিকারী মোঃ এনামুল কবির , এ কে কম্পিউটার এর স্বত্বাধিকারী মোঃ আরশাদ খান, এভারগ্রিন টেকনোলজি এর স্বত্বাধিকারী মোঃ আনিসুর রহমান, মাস্টার কম্পিউটার এর স্বত্বাধিকারী কবির হোসেন, সংস্কৃতিক ও সমাজ কল্যাণ সম্পাদক পদপ্রার্থী এবং সেইফ কম্পিউটারস এর স্বত্বাধিকারী মোঃ ফিরোজ খান, আলট্রা টেকনোলজি বিডি এর স্বত্বাধিকারী মোঃ সোহেল বেপারী,প্রচার, প্রকাশনা ও জনসংযোগ সম্পাদক পদপ্রার্থী এবং বাংলা কম্পিউটার স্বত্বাধিকারী মোঃ আব্দুল কাদের।
ইসলামিয়া কম্পিউটার টেকনোলোজি এর স্বত্বাধিকারী শাহাদাত হোসেইন রায়হান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদপ্রার্থী ও প্রেসিডেন্ট আইটি এন্ড ইঞ্জিনিয়ারিং এর স্বত্বাধিকারী তানজিল হোসেন, জে আর এস কম্পিউটার সিস্টেম এর স্বত্বাধিকারী মোঃ শাফিক ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক পদপ্রার্থী এবং ইউনিভার্সাল কম্পিউটার বিডি এর স্বত্বাধিকারী মোঃ আনিসুর রহমান শিপন,
কম্পিউটার ওয়ার্ল্ড কমিউনিকেশন ২ এর স্বত্বাধিকারী মোঃ আমিনুল ইসলাম ইমন, সাধারণ সম্পাদক পদপ্রার্থী এবং ন্যানো টেকনোলজি এর স্বত্বাধিকারী এ কে এম মিজানুর রহমান পলাশ, মারভেলাস কম্পিউটার এর স্বত্বাধিকারী মোঃ নোমান শিকদার, জ্যাজী ইন্টারন্যাশনাল এর স্বত্বাধিকারী মোঃ ইকবাল হোসাইন, সহ-সভাপতি পদপ্রার্থী এবং ওয়েলকিন কম্পিউটার এর স্বত্বাধিকারী মোঃ নজরুল ইসলাম হাজারী ।
সবশেষে বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি পদপ্রার্থী এবং ল্যান্ডমার্ক কম্পিউটার এর স্ব স্বত্বাধিকারী ওয়াহিদুল হাসান দীপু। সবশেষে অনুষ্ঠান পরিচালকদের সমাপনী বক্তব্য এবং সংগঠনের উপদেষ্টা, প্রার্থী, নির্বাচন কমিশন বোর্ড এবং আফিল বোর্ডের সদস্যদের গ্রুপ ফটোসেশনের মাধ্যমে পরিচিতি সভার সমাপ্তি ঘটে।