বাংলা সংবাদ মাধ্যম

‘আইনের শাসন প্রতিষ্ঠায় আওয়ামী লীগ কখনও পিছপা হয়নি’

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, আওয়ামী লীগ কখনও ন্যায়, সমতা ও আইনের শাসন প্রতিষ্ঠায় পিছপা হয়নি।

মঙ্গলবার (১৪ মার্চ) রাজধানীর বনানী শেরাটন হোটেলে ডেমোক্র্যাসি ইন্টারন্যাশনাল আয়োজিত ন্যাশনাল ডায়লগে তিনি এ কথা বলেন।

ড. আব্দুর রাজ্জাক বলেন, আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে গণতন্ত্র চর্চা করে আসছে। ধর্মকে কখনও রাজনীতিতে ব্যবহার করেনি। সবক্ষেত্রে ডেমোক্রেসি (গণতন্ত্র) প্রতিষ্ঠা করতে হবে। আওয়ামী লীগ সবক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটা রাজনৈতিক দলে বিভিন্ন বিষয় নিয়ে মতভেদ তৈরি হয়। সেসব তাদের সমাধান করে চলতে হয়। আওয়ামী লীগ একটি শক্তিশালী ও সংগঠিত দল। তাদের আন্দোলন সংগ্রাম করে ক্ষমতাচ্যুত করা যাবে না, নির্বাচনের মাধ্যমেই ক্ষমতায় আসতে হবে।

তিনি বলেন, রাজনৈতিক দলের মধ্যে নানা প্রতিবন্ধকতা থাকে। এগুলো মোকাবিলা করেই এগিয়ে যেতে হবে। বাংলাদেশ নানা প্রতিকূলতার মধ্য দিয়ে যাচ্ছে। তবে সব রাজনৈতিক দলের মধ্যে প্র্যাকটিস থাকতে হবে। বিএনপি ভালো আন্দোলন করতে না পারার কারণ হচ্ছে আওয়ামী লীগের উন্নয়ন দৃশ্যমান। বিশ্ব দরবারেও স্বীকৃত। এ জন্যই তাদের আন্দোলনে মানুষ সাড়া দেয় না।

Leave A Reply

Your email address will not be published.