বাংলা সংবাদ মাধ্যম

অভিষেক-ঐশ্বরিয়ার কন্যার ভিডিও ভাইরাল

নিউজ ডেস্ক:
করোনামুক্ত হয়েছেন বচ্চন পরিবারের সব সদস্য। চিকিৎসা শেষে নানাবতী হাসপাতাল থেকে সবাই বাড়ি ফেরেছেন। সর্বশেষ অভিষেক বচ্চন করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।

অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া রাই ও আরাধ্য করোনামুক্ত হওয়ার পর এখন স্বাভাবিক জীবন যাপন করছেন। ঐশ্বরিয়া-অভিষেক বচ্চনের কন্যা অরাধ্য পুনরায় অনলাইন স্কুলে ফিরেছেন। নিয়মিত ক্লাস করছে আরাধ্য।

দিকে আরাধ্যর অনলাইন ক্লাসের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভাইরাল হওয়া এ ভিডিওতে দেখা যায়- স্কুল ইউনিফর্ম পরেছে আরাধ্য। তার মাথার চুল ঝুটি বাঁধা, হিন্দি ক্লাস করছে সে। আরাধ্য তার বই দেখে দেখে রিডিং পড়ছে। একপর্যায়ে আরাধ্য তার শিক্ষিকাকে বলে, ধন্যবাদ মিস।

‘উমরাও জান’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন অভিষেক-ঐশ্বরিয়া। ২০০৬ সালে মুক্তি পায় সিনেমাটি। এ সিনেমার শুটিং সেটে সাবেক বিশ্ব সুন্দরীর প্রেমে পড়েন অভিষেক। ২০০৭ সালের ২০ এপ্রিল বিয়ে করে সংসার জীবন শুরু করেন এই যুগল। ২০১১ সালের ১৬ নভেম্বর এই দম্পতির ঘর আলো করে আসে কন্যা আরাধ্য।

Leave A Reply

Your email address will not be published.