বাংলা সংবাদ মাধ্যম

অনেকটা চুপিসারেই কিসের চিকিৎসা নিচ্ছেন মিমি?

অনেকদিন ধরে রাজনীতি অঙ্গনে কাটিয়েছেন টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। কিন্তু এই জগতে দাড়ি টেনেছেন সম্প্রতি। প্রিয় বিনোদন জগতটাই যেন আকড়ে ধরতে চান। জীবনের ক্লান্তি থেকে একটু স্বস্তি পেতে ছুটেছেন দুবাই। অনেকে ভাবছেন মনটা ফুরফুরে করতেই প্রিয় তারকার এই উদ্যোগ। কিন্তু এই ভ্রমণের পেছনে রয়েছে আলাদা কারণ।

ভারতের যাদবপুরের সাবেক এই তৃণমূল এমপি দুবাই গিয়ে অনেকটা চুপিসারেই চিকিৎসা নিচ্ছেন। তার এই চিকিৎসার কথা শুনে ভক্তদের মনে তৈরি হয়েছে শঙ্কা। কী হলো এই তারকার?


ভারতের একটি সংবাদ মাধ্যমে জানা গেছে, ‘শুধুমাত্র ভ্রমণের জন্য দুবাই যাননি মিমি। সেখানকার হাসপাতালে গিয়ে নিচ্ছেন বিশেষ থেরাপিও। তিনি যে থেরাপিটি নিচ্ছেন তার বিজ্ঞানসম্মত নাম ‘কাইরোপ্যাকটিক’।
এই থেরাপির বিষয়ে খোঁজ নিয়ে জানা যায়, এটি এমন এক ধরনের পদ্ধতি, যার সহায়তায় পেশি ও স্নায়ুর ব্যথা কমানো হয়। গাঁটের ব্যথা থেকে শুরু করে কোমর, ঘাড়ের ব্যথার দ্রুত উপশম ঘটায় এই পদ্ধতি।
কোনোরকম সার্জারি ছাড়াই এই থেরাপি নেয়া যায়। তবে একটু ভুলেই গুরুতর ক্ষতিগ্রস্ত হতে পারে দেহ। ভেঙেও যেতে পারে হাড়। দিনরাত হাড়ভাঙা খাটুনির জন্যই মিমি ছুটে গেছেন এই থেরাপি নিতে।

তাছাড়া অভিনেত্রীর রয়েছে মাইগ্রেনের গুরুতর সমস্যাও। কিছুদিন আগে মাইগ্রেনের যন্ত্রণায় কাতর হয়ে একটি পোস্ট করেছিলেন তিনি। সেখানে লিখেছিলেন, ‘মাইগ্রেন থেকে বাঁচা শুধু মুশকিল নয়, একেবারে অসম্ভব।’
সব কাজ সেরে দুবাই থেকে ফিরে আবারও নিজের কাজে মন দিয়েছেন মিমি। সম্প্রতি বাংলাদেশে এসে একটি গানও রেকডিং করেছেন এই তারকা। তাছাড়া ঢালিউড কিং শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে সিনেমা করার কথাও রয়েছে তার।

Leave A Reply

Your email address will not be published.