বাংলা সংবাদ মাধ্যম

সিন্ডিকেটমুক্ত বায়রা গঠন আজ সময়ের দাবি

কাইয়ুম হোসেনঃ সিন্ডিকেটমুক্ত বায়রা গঠন আজ সময়ের দাবি বলে উল্লেখ করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বায়রার নেতারা।

১লা ডিসেম্বর সোমবার সন্ধ্যায় রাজধানী পুরানা পল্টনে হোটেল ফারসে বায়রা সম্মলিত ফ্রন্ট এর উদ্যোগে আগামী দিনের বায়রাকে একটি সিন্ডিকেট মুক্ত ব্যবসায়ীক বান্ধব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেজা জিয়ার রোগ মুক্তি কামনায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে তারা এসব কথা বলেন।

 

সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে জনশক্তি রপ্তানিখাতে একটি অস্বচ্ছ পরিবেশ ও সিন্ডিকেট সংস্কৃতি ব্যবসায়ীদের সুযোগ–সুবিধা এবং দেশের রেমিট্যান্স প্রবাহকে বাধাগ্রস্ত করছে। এ পরিস্থিতি বদলাতে হলে বায়রায় অভিজ্ঞ, সৎ ও প্রমাণিত নেতৃত্ব অপরিহার্য। বক্তারা এম এ এইচ সেলিমকে আগামী বায়রা নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত করার আহ্বান জানান, কারণ—তিনি অতীতে দুই মেয়াদে বায়রাকে শক্তিশালী ও সেবামুখী সংগঠনে পরিণত করেছিলেন। তার নেতৃত্বে জনশক্তি রপ্তানিতে শৃঙ্খলা, স্বচ্ছতা এবং ব্যবসা অর্জনের সুযোগ বিস্তৃত হয়েছিল।বর্তমান সংকট মোকাবিলায় তিনি একজন পরীক্ষিত ও দক্ষ সংগঠনপ্রধান।

নেতারা আরও বলেন, “সিন্ডিকেটমুক্ত বায়রা গঠন আজ সময়ের দাবি। সব সদস্যের সমান অধিকার নিশ্চিত করতে হলে সম্মিলিত সমন্বয়ের মাধ্যমে নতুন দিগন্ত উন্মোচন প্রয়োজন।”

সভায় উপস্থিত বায়রা সদস্য ও ব্যবসায়ীদের উদ্দেশে আহ্বান জানানো হয়—আগামী নির্বাচনে অভিন্ন লক্ষ্য নিয়ে এগিয়ে আসা, স্বচ্ছ ব্যবসা পরিবেশ তৈরি করা এবং দেশীয় শ্রমবাজারকে আরও বিস্তৃত করতে দায়িত্বশীল নেতৃত্বকে সমর্থন প্রদানই হলো সময়ের দাবি।

 

বক্তারা প্রত্যাশা করেন, শক্তিশালী, স্বচ্ছ এবং ব্যবসাবান্ধব বায়রা গঠনের মধ্য দিয়ে বাংলাদেশ জনশক্তি রপ্তানিখাতে আরও সমৃদ্ধ অধ্যায়ে প্রবেশ করবে।

 

বায়রার সাবেক যুগ্ম ম্যহাসচিব মফিজ উদ্দিন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বায়রার সাবেক সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা এম এ এইচ সেলিম । বিশেষ বক্তা ছিলেন, বায়রার সাবেক কার্যনির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা মোস্তাফা মাহমুদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, , বায়রার সাবেক সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন, সাবেক যুগ্ম মহাসচিব আকবর হোসেন মঞ্জু, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ তাজুল ইসলাম, , মোহাম্মদ ফখরুল ইসলাম, নুরুল আমিন, , আব্দুল আলিম, হাবের সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ জামাল উদ্দিন আহমেদ, বে ইস্টার্ন লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মিসেস ফারাহ আঞ্জুম বারী, শিখা ট্রেড ইন্টারন্যাশনাল এর স্বত্বাধিকারী জাহাঙ্গীর আলম প্রমুখ। যৌথভাবে সভা পরিচালনা করেন অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মোহাম্মদ আবুল বাশার, যুগ্ম আহ্বায়ক মেহাম্মদ আলী এবং সদস্য সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন।

Leave A Reply

Your email address will not be published.