সুপ্রিম কোর্ট বারে আওয়ামীপন্থীদের বিজয়
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ১৪টি পদের সবকটিতে জয়লাভ করেছে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের প্রার্থীরা।
বৃহস্পতিবার (১৬ মার্চ) দিনগত রাত ১টার পর সমিতির আওয়ামী লীগ অংশের মনোনীত নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মো. মনিরুজ্জামান খান এ ফলাফলন ঘোষণা করেন।
নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট মো. মোমতাজ উদ্দিন ফকির ৩ হাজার ৭২৫ ভোট ও সম্পাদক পদে আব্দুন নুর দুলাল ৩ হাজার ৭৪১ ভোট পেয়ে জয়ী হয়েছেন।
অন্যদিকে বিএনপি সমর্থিত নীল প্যানেলের সভাপতি প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ২৯৩ ভোট ও সম্পাদক প্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ৩০৯ ভোট পেয়েছেন।
সাদা প্যানেলে বিজয়ী অন্যপ্রার্থীরা হলেন সহসভাপতি পদে আওয়ামী লীগ সমর্থিত মোহাম্মদ আলী আজম ও জেসমিন সুলতানা, ট্রেজারার পদে মাসুদ আলম চৌধুরী, সহসম্পাদক পদে নুরে আলম উজ্জ্বল, হারুনুর রশিদ।
কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ী প্রার্থীরা হলেন আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের মো. দেলোয়ার হোসেন, মো. সাফায়েত হোসেন সজীব, মহিউদ্দিন রুদ্রু, সুভাষ চন্দ্র দাস, শফিক রায়হান শাওন, নাজমুল হোসেন স্বপন ও মনিরুজ্জামান রানা।
নির্বাচনে বিএনপি সমর্থক আইনজীবীরা ভোটদান থেকে বিরত থেকেছেন। তারা নতুন নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে তাদের মাধ্যমে ভোটগ্রহণের দাবি জানান।
এর আগে বৃহস্পতিবার বিকেল ৫টায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনের দুই দিনব্যাপী ভোটগ্রহণ শেষ হয়েছে। প্রথম দিন পাল্টাপাল্টি মিছিল, দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়ার জেরে উত্তপ্ত ছিল সুপ্রিম কোর্ট বার এলাকা।