বাংলা সংবাদ মাধ্যম

সীমান্তের শঙ্কা নিয়ে জাতিসংঘে চিঠি দেবে সরকার: কাদের

সীমান্তের শঙ্কা নিয়ে জাতিসংঘে চিঠি দেবে সরকার। বাংলাদেশ সীমান্তে বিজিবি শক্ত অবস্থানে রয়েছে। এবার আর সীমান্ত উদারভাবে খুঁলে দেয়া হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে সংরক্ষিত নারী আসেনর মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম শেষে এসব কথা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

এ সময় কাদের বলেন, যারা এসেছেন, তাদের ফিরিয়ে নিতেই হবে। তারাও নেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। সীমান্তে আমরা শক্ত অবস্থানে আছি, সীমান্ত উদারভাবে খুঁলে দেব না।

Leave A Reply

Your email address will not be published.