বাংলা সংবাদ মাধ্যম

উৎসবমুখর পরিবেশে ৭ই জানুয়ারি নির্বাচন হবে- নাছিম

কাইয়ুম হোসেন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের ঢাকা ৮ আসনে মনোনীত নৌকার প্রার্থী আ ফ ম বাহাউদ্দিন নাছিম ১৪ই ডিসেম্বর বৃহস্পতিবার রমনা থানা আওতাধীন সিদ্ধেশ্বরী কেন্দ্র ভিত্তিক নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন ।  তিনি বলেন, আপনারা এই অফিসে ১৮ই ডিসেম্বরের পর মিছিল মিটিং করবেন, এর আগে এমন কোন কাজ করবো না, যাহাতে আচরণবিধি লঙ্ঘন হয় ।  তিনি আশা করেন, উৎসবমুখর পরিবেশের মাধ্যমে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এবং নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা ১৮ তারিখ থেকে বিভিন্ন মিছিল মিটিং করবেন। ৭ই জানুয়ারি নির্বাচনে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয় সেই লক্ষ্যে আপনারা ভোটারদের কাছে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রী দেশ রত্ন শেখ হাসিনার উন্নয়ন ভোটারদের মাঝে তুলে ধরবেন এবং উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে ৭ই জানুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে উৎসব মুখর পরিবেশে যেন তারা তাদের ভোট প্রদান করতে পারে সেই লক্ষ্যে নেতাকর্মীদের উদ্দেশ্যে কাজ করার আহ্বান জানান তিনি।  আপনারা এমন ব্যক্তির মাধ্যমে ভোট চাইবেন যাদের এলাকায় পরিচিতি আছে, গ্রহণযোগ্যতা আছে। আপনারা এমন ব্যক্তিকে মাধ্যমে ভোট চাইবেনা যাদের এলাকায় পরিচিতি আছে কিন্তু চাঁদাবাজ ধান্দাবাজ এদের দিয়ে ভোট চাওয়া যাবেনা, এলাকায় মহল্লায় বাসা বাড়িতে গিয়ে শেখ হাসিনার উন্নয়নের কথা ভোটারদের মাঝে তুলে ধরতে হবে । ঢাকা ৮ আসন হবে মাদকমুক্ত স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা দিনরাত কাজ করে আসছেন । আপনাদের সকলের সহযোগিতাই হতে পারে একটি স্মার্ট বাংলাদেশ ।

Leave A Reply

Your email address will not be published.