বাংলা সংবাদ মাধ্যম

সাকিব-তামিমের ‘ব্যক্তিগত ইস্যু’ নিয়ে ভাবছে না রংপুর

বিপিএলের ফাইনালে ওঠার লড়াইয়ে আজ (বুধবার) দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হচ্ছে রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশাল। যদিও ম্যাচের উত্তাপ ছাপিয়ে দেশের ক্রিকেট ভক্তদের চোখ সাকিব আল হাসান এবং তামিম ইকবালের ওপর। দুজনের মুখোমুখি দ্বৈরথ দেখতে মুখিয়ে আছেন তারা। তবে এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে কারও ব্যক্তিগত ইস্যু নিয়ে ভাবতে চায় না রংপুর ফ্র্যাঞ্চাইজি।

ম্যাচ পূর্ববর্তী ব্রিফিংয়ে মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে রংপুরের প্রধান কোচ সোহেল ইসলাম জানান, ‘ব্যক্তিগত ইস্যু নিয়ে আমার আসলে বলার কিছু নেই। আমি আমার দল নিয়ে চিন্তা করি। প্রতিপক্ষ দলে যারা আছে তারাও দলের পার্ট। দলের পারফরম্যান্স ও প্লেয়ার– এগুলো নিয়েই চিন্তা করি। ব্যক্তিগত ইস্যু নিয়ে চিন্তা করার কোনো অপশন নেই।’

ফাইনালে ওঠার লড়াইয়ে কেমন চাপ সামলাতে হচ্ছে তাও জানালেন সোহেল, ‘ক্রিকেট খেলায় চাপ থাকবে না এটা তো হতেই পারে না। বিপিএলে প্লে-অফের ম্যাচ চলছে। চাপ থাকবে এটা ওভারকাম করেই খেলতে হবে। গতকালের (পরশু–সোমবার) ম্যাচে ভালো স্কোর ছিল আমাদের। বোলিংয়ে কিছু জায়গায় আমরা যেভাবে পরিকল্পনা করেছিলাম, সেভাবে করতে পারি নাই। সে ম্যাচ নিয়ে আমরা আর চিন্তা করছি না, সামনে যা আছে এটা নিয়েই চিন্তা করছি।’

প্রথম কোয়ালিফায়ারের হতাশা ভুলে এই ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় রংপুর। কোচ বলেন, ‘কীভাবে আমরা শেষ ম্যাচ থেকে তো কিছু জায়গা শিখেছি কোথায় আমাদের উন্নতি করতে হবে। আমরা শক্তভাবে ঘুরে দাঁড়াতে চাই। কালকের ম্যাচের পর তো আর কোনো অপশনও নাই। কালকের খেলা নিয়ে কীভাবে কি করলে, কোন স্ট্র্যাটেজি ফলো করা যেতে পারে এগুলা নিয়ে আলোচনা করছি। কালকের ম্যাচের পর আমাদের ছেলেরা একটু ডাউন ছিল। আজকে রিকভার করছি। এগুলো কথা বলে ছেলেদের মধ্যে আবার স্পিরিট দেখতে পাচ্ছি। কালকে যেন আমরা পূর্ণ শক্তি নিয়ে ফেরত আসতে পারি।’

Leave A Reply

Your email address will not be published.