বাংলা সংবাদ মাধ্যম

রণবীরকে ৬০ লাখ টাকার উপহার দিয়েছেন অমিতাভ!

নিউজ ডেস্ক:
কাপুর বাড়ির ছেলে। বলিউডের নামি দামি সব তারকা তার পরিবারের সদস্য। স্বাভাবিকভাবেই বলিউডের প্রায় সব সিনিয়ররাই বিশেষ স্নেহ করেন রণবীর কাপুরকে। তিনিও সবার সঙ্গেই সুন্দর সম্পর্ক বজায় রেখে চলেন।

বিশেষ করে বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন তার খুবই প্রিয় অভিনেতা। অমিতাভও আদর করেন। জানেন রণবীরের অনেক গোপন কথা। যেমন রণবীর ঘড়ি সংগ্রহ করতে পছন্দ করেন। বিশ্বের দামি ঘড়ি নিজের সংগ্রহে রাখা তার একটা শখ। সেই খবর জানতে পেরেই গত জন্মদিনে ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিংয়ের সময় সহকর্মী অমিতাভ বচ্চন ৬০ লাখ টাকার একটি ঘড়ি উপহার দিয়েছেন রণবীরকে।

এটি রিচার্ড মাইল আরএম জিরো ওয়ান জিরো মডেলের ঘড়ি। এমন দামি আর সুন্দর ঘড়ি উপহার হিসেবে পেয়ে অনেক খুশি ‘রকস্টার’খ্যাত তারকা। এই উপহারকে জীবনের সেরা উপহারগুলোর একটি বলেও জানিয়েছেন তিনি। এছাড়া হাবলট মেক্সিকান ওয়াচ সংগ্রহে আছে রণবীরের।

এর দাম ১২ লাখ টাকারও বেশি। আরও আছে ২২ লাখ টাকা মূল্যের হ্যার্লে ডেভিডসন ফ্যাটবয়ের হাতঘড়ি। এই ঘড়িটি রণবীর কাপুরকে উপহার দিয়েছেন আরেক বলিউড তারকা সঞ্জয় দত্ত।

Leave A Reply

Your email address will not be published.