মোঃ অনিক সরদারঃ
বরিশালে বীর মুক্তিযোদ্ধা মৃত আলহাজ্ব আব্দুল মন্নান খান বাদশার বসতবাড়ি দখলে নেয়ার ষড়যন্ত্র এবং পরিবারকে হত্যার হুমকি ও মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।
রোববার ২৪ মার্চ সকালে রাজধানীর শিশু কল্যাণ পরিষদ হলে মুক্তিযোদ্ধা যুব কমান্ড কেন্দ্রীয় কমিটির ব্যানারে এই সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগীরা।
এসময় মুক্তিযোদ্ধা যুব কমান্ড কেন্দ্রীয় কমিটির সভাপতি জাফর ইকবাল নান্টু পরিবারটির পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন, তিনি বলেন, বরিশাল সিটি করপোরেশনের খালেদাবাদ কলোনীর ১৩ নং ওয়ার্ডের চিহ্নিত সন্ত্রাসী একাধিক মামলার আসামি ছালাম কসাই, ইমরান হোসেন ও রকি বায়েজিদসহ কিছু অসাধু লোকজন বিভিন্ন সময়ে বীরমুক্তিযোদ্ধা মৃত আলহাজ্ব আব্দুল মন্নান খানের বসতবাড়ি দখলে নেয়ার চেষ্টা চালাচ্ছে এবং মুক্তিযোদ্ধা পরিবারের নামে মিথ্যা মামলা দায়ের করে হয়রানির পাশাপাশি হত্যার হুমকি দিচ্ছে সন্ত্রাসীরা।
এসব চিহ্নিত সন্ত্রাসীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার না করলে কঠোর কর্মসূচি দেয়ারও হুশিয়ার দেন সংগঠনটির নেতারা।
এ সময় আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা খয়রাত আলী, বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি আরুক মুন্সি সহ আরো অনেকে