বাংলা সংবাদ মাধ্যম

মাহিলাড়া কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ

রিপোর্টঃ কাইয়ুম হোসেন:

বরিশালের গৌরনদী উপজেলাধীন ঐতিহ্যবাহী মাহিলাড়া কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ অনুষ্ঠিত হয়েছে। ৮ই আগস্ট, বৃহস্প্রতিবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়ক সংলগ্ন কলেজের হল রুমে অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উল্লেখ্য বরিশালের অন্যতম এ কলেজটি ১৯৮৬ সালে প্রতিষ্ঠা লাভ করে। এই কলেজে পড়াশুনা করে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে দেশের সুনাম অর্জন করছেন অসংখ্য গুনিজন। বাংলাদেশের অনেক কলেজের বিভিন্ন ছাত্র সংগঠন থাকলেও মাহিলাড়া কলেজে এযাবৎ কোন ছাত্র সংগঠন তৈরি হয়নি। অথচ কলেজটি বরিশাল বিভাগের একটি অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান। তাই একটি ছাত্র সংগঠন গঠনের উদ্যোগ গ্রহন করা হয়। গত ১৬ জুন, ২০২৪ তারিখে ফয়সাল বিন ফরিদ ও সমীর কর্মকার এই উদ্যোগ গ্রহন করেন। পরবর্তীতে তারা কলেজের শিক্ষকগন এবং সাবেক শিক্ষার্থীদের সাথে আলোচনা করেন এবং সকলে এ উদ্যোকে স্বাগত জানান। পরবর্তীতে অধ্যক্ষ কে এম শরিফুল কামাল, সহকারী অধ্যক্ষ মোসাম্মৎ কামরুল নাহার এবং অন্যান্য শিক্ষকদের মধ্যে হুমায়ুন কবির, দিলীপ কুমার বনিক, এস এম আব্দুর রব, জিন্নাত জাহান খান,  মোঃ রবিউল ইসলাম এবং সাবেক শিক্ষার্থী মোঃ মনির ইসলাম আকন, জাহাঙ্গীর নিন্টু, ফয়সাল বিন ফরিদ, সমীর কর্মকার, বাইজিদ আহমেদ, কাইয়ুম হোসেন, মোঃ জহিরুল ইসলাম, সেতারা ই জাহান সেতু, রিদওয়ানুল হক, জায়েদ খান, তরিকুল ইসলাম, মাহমুদ হাসান প্রিন্স, লিমা রহমান, জারনবী ইসলাম মিতু এবং সাইমুম কবির সহ আরও ২০ জন শিক্ষার্থীর মতামতের ভিত্তিতে অ্যালাইমনাই অ্যাসোসিয়েশন গঠনে বিষয়ে চূড়ান্ত সিন্ধান্ত গৃহীত হয়। ১৭ জুন, সোমবার, ২০২৪ তারিখে সোসাল মিডিয়ার মাধ্যমে প্রস্তাবিত অ্যাসোসিয়েশন গঠন করা হয়।

গত ৮ আগস্ট বৃস্প্রতিবার ২০২৪ তারিখ কলেজের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাসে প্রায় পাঁচ শতাধিক সাবেক ও বর্তমান শিক্ষার্থী ও কলেজের সাবেক অধ্যক্ষ ফিরোজ ফোরকান আহমেদ সহ  সকল শিক্ষকগনের উপস্থিতিতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে মাহিলাড়া কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ ঘটে।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী প্রফেসর হুমায়ুন কবির, এসময় বক্তব্য রাখেন শিক্ষিকা জিন্নাত জাহান খান, শিক্ষার্থীদের মধ্য থেকে সাইমুম কবির ও জারনবী ইসলাম মিতু। এসময় বক্তারা অ্যাসোসিয়েশনের গুরুত্ব, প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। সংগঠনের উদ্যোক্তরা জানান অতি শীঘ্রই ৬০ সদস্য বিশিস্ট একটি আহবায়ক কমিটি করে সংগঠনের সংজ্ঞা,  সংরক্ষণ, বর্তমান ঠিকানা,  মর্যাদা, লক্ষ্য উদ্দেশ্য, সদস্যভুক্তির নিয়মাবলী, সদস্যদের প্রকারভেদ,  সদস্যদের অধিকার ও সুবিধা, সদস্য পদ বাতিল, বহিষ্কার, পূর্ণ সদস্যভুক্তি, পৃষ্ঠপোষক ও উপদেষ্টা,  কার্যনির্বাহী পরিষদ, ক্ষমতা ও দায়িত্ব,  সদস্যদের দায়িত্ব ও কর্তব্য, তহবিল,  হিসাব পরিচালনা, গঠনতন্ত্রের সংশোধনী ইত্যাদি সংবলিত গঠনতন্ত্রের একটি খসড়া প্রণয়ন করে সকলকে জানানো হবে। সবশেষে অ্যালামনাই অ্যাসোসিয়েশন জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা ও মিষ্টি বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Leave A Reply

Your email address will not be published.