বিএনপি নির্বাচন বর্জনের ডাক না দিলে ৭ জানুয়ারির নির্বাচনে ভোটের হার ১৫ থেকে ২০ শতাংশ বেশি হতো বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। বুধবার (২৮ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
পররাষ্ট্রমন্ত্রী জানান, এখন পর্যন্ত ৭৮টি দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। এর পাশাপাশি ৩২টি আন্তর্জাতিক সংস্থাও অভিনন্দন জানিয়েছে। নানা মহল থেকে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানোয় বিএনপির চেহারা ফ্যাকাসে হয়ে গেছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এ যুগ্ম সাধারণ সম্পাদক।
উল্লেখ্য, গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪১ দশমিক ৮ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এবারের নির্বাচনে ১১ কোটি ৯৫ লাখ এক ৫৮৫ ভোটারের মধ্যে ৪ কোটি ৯৯ লাখ ৫৫ হাজার ৪৪৫ জন ভোট দিয়েছেন।