কাইয়ুম হোসেনঃ
বাকাস নির্বাচন কমিশনের উদ্যোগে বাংলাদেশ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট তৃতীয় শ্রেণী নির্বাহী কর্মচারী সমিতি বাকাস ২০২৪-২৫ মেয়াদের নব-নির্বাচিত কমিটির “শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ৯ই ফেব্রুয়ারি, শুক্রবার সকালে রাজধানীর সেগুনবাগিচার পুরাতন রাজস্বভবনের ট্যাকসেস্ বার হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ ও সভাপতিত্ব করেন বাকাস এর প্রধান নির্বাচন কমিশনার মীর এহিয়া, সঞ্চালনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, বাকাস নির্বাচন কমিশনের সদস্য-সচিব, ভীষণ চন্দ্র দাস, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন (অবঃ) রাজস্ব কর্মকর্তা ও বাকাসের সাবেক মহাসচিব, মোঃ শামসুল হক, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাকাস সাবেক মহাসচিব ও (অবঃ) রাজস্ব কর্মকর্তা, আদিদুল ইসলাম,
বাকাসের সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব ও রাজস্ব কর্মকর্তা মোঃ আব্দুস সাত্তার, বাকাসের সাবেক মহাসচিব মোঃ ফারুক আহম্মেদ সরদার, বাকাসের সাবেক সভাপতি, মোঃ শাহজাহান মিয়াসহ সাবেক ও বর্তমান কমিটির নেতা কর্মীসহ অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে মোঃ সালেক খানকে সভাপতি এবং আল হেলাল তাজকে সংগঠনের সাধারণ সম্পাদক হিসাবে চূড়ান্ত ঘোষণা করেন বাকাসের প্রধান নির্বাচন কমিশনার মীর এহিয়া ।
নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণার পর শপথ বাক্য পাঠ শেষে সদ্য বিদায় কমিটির কাছ থেকে দায়িত্ব বুঝে নেন নবগঠিত কমিটির সভাপতি মোঃ সালেক খান ও অন্যান্য সদস্যগন ।
মধ্যাহ্ন ভোজের বিরতির পর একটি অভিষেক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।\