বাংলা সংবাদ মাধ্যম

বাংলাদেশ স্কাউটস ঢাকা অঞ্চল এর ৩৯ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

রিপোর্টঃ কাইয়ুম হোসেনঃ বাংলাদেশ স্কাউটস ঢাকা অঞ্চল এর ৩৯ তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২০ শে মার্চ বৃহস্পতিবার সকালে রাজধানীর নয়া পল্টন ভিআইপি রোডে অবস্থিত ঢাকা মেট্রোপলিটন স্কাউট ভবনের নিজাম হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস ঢাকা অঞ্চল এডহক কমিটির আহ্বায়ক এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এর চেয়ারম্যান প্রফেসর ডঃ খন্দোকার এহসানুল কবির।

স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস ঢাকা অঞ্চল এর আঞ্চলিক পরিচালক এবং এডহক কমিটির সদস্য সচিব মোঃ আখতারুজ্জামান, শুভেচ্ছা বক্তব্য রাখেন এডহক কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ সায়েদ বাসিত, জাতীয় সদর দপ্তরের প্রতিনিধির বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস এর যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল আমিন রুবেল, প্রধান স্কাউট ব্যক্তিত্বের বক্তব্য ও ৩৯ তম বার্ষিক সাধারণ সভা উদ্বোধন ঘোষণা করেন এডহক কমিটির সদস্য সচিব মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শামীম হোসাইন। এছাড়াও সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Leave A Reply

Your email address will not be published.