বাংলা সংবাদ মাধ্যম

‘বঙ্গবন্ধু বীচ’ নামকরণ বাতিলের প্রতিবাদে মানববন্ধন

কক্সবাজারে ‘বঙ্গবন্ধু বীচ’ নামকরণ বাতিলের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ। একই সঙ্গে ‘সুগন্ধা বীচ’-এর নাম পুনরায় ‘বঙ্গবন্ধু বীচ’ করার দাবি জানিয়েছে তারা।

বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘বঙ্গবন্ধু বীচ’ ও ‘বীর মুক্তিযোদ্ধা বীচ’ নাম বাতিলের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে এসব দাবি জানান সংগঠনের নেতারা।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের চেয়ারম্যান মো. সোলায়মান মিয়া বলেন, স্বাধীনতাবিরোধীদের চাপের মুখে ‘বঙ্গবন্ধু বীচ’ নামটি বাতিল করা হয়েছে।

 

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের মহাসচিব মো. শফিকুল ইসলাম বলেন, ঘাপটি মেরে বসে থাকা রাজাকারের সন্তানরা এদেশে বঙ্গবন্ধুর নাম টিকতে দিল না।

এ সময় সমাবেশে আরও বক্তব্য দেন সংগঠনের ভাইস-চেয়ারম্যান আমিনুল ইসলাম, এম টিপু সুলতান

যুগ্ম মহাসচিব আবু সুফিয়ান, সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি কাজী সুলতান ইমাম, ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.