বাংলা সংবাদ মাধ্যম

ফেনীর সাংবাদিকদের সাথে নতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা

ফেনীতে নতুন জেলা প্রশাসক মোছাম্মৎ শাহীনা আক্তার সাথে ফেনী জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুস্টিত হয়েছে।

সোমবার বিকেলে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মত বিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক অভিষেক দাশ এর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা তথ্য অফিস আল আমিন, স্টার লাইন পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি জাফর উদ্দিন, প্রথম আলো প্রতিনিধি আবু তাহের, বাংলা ভিশন প্রতিনিধি রফিকুল ইসলাম, যায় যায় দিন প্রতিনিধি আজাদ মালদার, চ্যানেল আই প্রতিনিধি রবিউল হক রবি, দেশ টিভি প্রতিনিধি শেখ ফরিদ উদ্দিন আত্তার, নয়া পয়গাম সম্পাদক এনামুল হক পাটোয়ারী, ফেনীর সময় সম্পাদক শাহাদত হোসেন, স্বদেশ পত্র সম্পাদক এন এন জীবন, দৈনিক আমার বার্তা প্রতিনিধি এম এ সাঈদ খান, দৈনিক মুক্ত খবর জেলা প্রতিনিধি মাসুম বিল্লাহ ভূঁইয়া, নোয়াখালী ব্যুরো প্রধান এম এ দেওয়ানী, প্রভাত আলো প্রতিনিধি ইসহাক মজুমদার সহ আরো অনেকে।

প্রধান অতিথি ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার বলেন, আমরা আপনাদের কাছে বস্তুনিষ্ঠ সংবাদ চাই। আমাদের মাধ্যমেই ফেনীর চিত্রকে দেখে বাংলাদেশের মানুষ। কাজের ক্ষেত্রে তিনি গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করেন।আপনাদের বস্তুনিষ্ঠ সংবাদই আমাদের কাজের প্রেরণা। কিশোর গ্যাং বিষয়টি আমি আপনাদের মাধ্যমে অবগত হয়েছি। এবং অনেক তথ্য আপনারা দিয়েছেন। আমি আজ ৭ দিন হলো দায়িত্বে এসেছি। আমি সবার সাথে পরিচিত হচ্ছি। আমি সরকারের নীতিমালা অনুযায়ী আপনাদের কে সর্বাত্মক সহযোগিতা করবো আপনরাও সহযোগিতা করবেন এই আশাবাদ ব্যক্ত করি।

Leave A Reply

Your email address will not be published.