বাংলা সংবাদ মাধ্যম

পশ্চিমা বিশ্ব এখনও খুশি না, তারা অবাধ নির্বাচনের পক্ষেই আছে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার একটা ভয়ের আবহ সৃষ্টি করেছে। তারা নতুন নতুন নির্বাচন কৌশল বের করে। ডামি ইলেকশন, নিশি রাতের ভোট করে। বুধবার (১৫ মে) বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে গণফোরাম ও পিপলস পার্টির সাথে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে গণমাধ্যমে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল আরও বলেন, দেশের জনগণ নির্বাচন বর্জন করেছে। তারা সেখানে ভোট দিতে যায়নি। মানুষ চায় নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হোক। এসময় সরকারকে স্বেচ্ছাচারী নির্দেশ করে তিনি বলেন, ক্ষমতায় টিকে থাকার জন্য সরকার সব ধরনের অপকৌশল অবলম্বন করেছে। গোটা দেশ একদলীয় রাষ্ট্রে পরিণত হয়েছে বলেও অভিযোগ আনেন ফখরুল।

বৈদেশিক পররাষ্ট্রনীতি ও দ্বিপাক্ষিক সম্পর্কের সাথে পশ্চিমা শক্তির ভূমিকাকে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, পশ্চিমা বিশ্ব এখনও খুশি না, তারা সবার সাথেই সম্পর্ক রাখে। তারা অবাধ নির্বাচনের পক্ষেই আছে। অবশ্য পশ্চিমারা এদেশের জনগণের চাওয়া পাওয়ার বিপক্ষে না বলেও উল্লেখ করেন মির্জা ফখরুল।

এসময় আরও বক্তব্য রাখেন গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী।

Leave A Reply

Your email address will not be published.