বাংলা সংবাদ মাধ্যম

ঢাকায় অবস্থান কর্মসূচিতে হামলা, ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রতিবাদ-সমাবেশ

গত ২৯ জুলাই ঢাকায় বিএনপির অবস্থান কর্মসূচিতে পুলিশ ও ক্ষমতাশীনদের যৌথ আক্রমন, হামলা ও নির্যাতনের প্রতিবাদে জনসমাবেশ অনুষ্ঠিত হয়। সোমবার ঠাকুরগাও জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ জনসমাবেশের আয়োজন করা হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে জনসমাবেশে জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন, জেলা বিএনপির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর করিম, সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, আনসারুল হক, দপ্তর সম্পাদক মামুন অর রশিদ, সদর উপজেলা বিএনপির সভাপতি মো: আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ, সাধারণ সম্পাদক তারিক আদনান, জেলা মৎসীজীবী দলের সভাপতি শাহরিয়ার কবির রতন প্রমুখ।

এছাড়াও জেলা বিএনপি ও বিভিন্ন সহযোগি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন। বক্তারা ঢাকায় বিএনপির অবস্থান কর্মসূচিতে আক্রমন, হামলা ও নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

Leave A Reply

Your email address will not be published.